রান্নাঘরের এই ৪টি ফেলনা উপকরণই ফেরাবে ত্বকের লাবণ্য
শেয়ার করুন
ফলো করুন

রূপচর্চা ব্যয়বহুল বটে। আবার তা নয়ও। নির্ভর করে কে কীভাবে সুযোগের সদ্ব্যবহার করে, তার ওপর। রান্নাঘরের এমন কিছু ফেলনা উপকরণ আছে, যেগুলো দিয়ে এ কাজটা চমৎকারভাবে করা যাবে।

অনেকের ধারণা, সৌন্দর্যচর্চা একটি ব্যয়বহুল ব্যাপার। কথাটি একেবারে ভুল নয়। কারণ, বর্তমানে বাজারে যেসব রূপচর্চার সামগ্রী পাওয়া যায় সেগুলো সত্যিই বেশ ব্যয়বহুল। তাহলে কি আপনি রূপচর্চা করাই বাদ দেবেন? একেবারেই না। প্রাচীনকালে এখনকার মতো কৃত্রিম সামগ্রী পাওয়া যেত না। তার পরও সে সময় মানুষের ত্বক থাকত আরও সুন্দর ও কোমল। এর প্রধান রহস্য হলো, তাঁরা ঘরেই পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করে নিজের ত্বক ও চুলের যত্ন নিতেন। জেনে নেওয়া যেতে পারে এমন কয়েকটি সহজলভ্য উপকরণ সম্পর্কে, যা আপনার ত্বকের লাবণ্য ফেরাতে সাহায্য করবে।

১. চাল ভেজানো পানি

সাম্প্রতিক সময়ে রূপচর্চায় ট্রেন্ডে থাকা একটি উপকরণ হলো চালের পানি। কোরিয়ানদের বিউটি সিক্রেট হিসেবেও জনপ্রিয় এই চালের পানি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ভিটামিন সি।

১/৪
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এর কোনো তুলনা নেই
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এর কোনো তুলনা নেই

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এর কোনো তুলনা নেই। এ ছাড়া এতে আছে পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ কিছু খনিজ উপাদান। চাল পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে, ছেঁকে নিলেই প্রস্তুত এই চালের পানি। চাইলে আপনি দুই থেকে তিন দিন রেফ্রিজারেটরে সংরক্ষণ করেও রাখতে পারেন।

২. কলার খোসা

কলা যেমন বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর, তেমনি কলার খোসারও রয়েছে নানা উপকারিতা। অনেকেই এটি ফেলে দেন। তবে ফেলে দেওয়ার আগে এটি ব্যবহার করতে পারেন আপনার রূপচর্চার উপকরণ হিসেবে। খোসার সাদা অংশটি কিছুক্ষণ মুখে আলতো করে ঘষতে পারেন।

২/৪
কলার খোসায় প্রাকৃতিকভাবেই বেশ কিছু এনজাইম আছে
কলার খোসায় প্রাকৃতিকভাবেই বেশ কিছু এনজাইম আছে

এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। যেহেতু কলার খোসায় প্রাকৃতিকভাবেই বেশ কিছু এনজাইম আছে, তাই এটি খুব সহজেই আপনার ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলতে পারে। এতে আপনার ত্বক হয়ে ওঠে মসৃণ, কোমল ও লাবণ্যময়।

বিজ্ঞাপন

আলুর খোসা

প্রত্যেকের বাসায় অন্য কোনো সবজি না থাকলেও আলু অন্তত থাকবেই। আর এই আলুর খোসা ত্বকের জন্য বেশ উপকারী। কারণ, এতে আছে ফ্ল্যাভোনয়েডস, ফেনলস ও গ্লাইকোয়ালকালকোয়েডের মতো বেশ কিছু যৌগ, যা ত্বকের জন্য জাদুকরি ভূমিকা রাখে।

৩/৪
আলুর খোসা ত্বকের জন্য বেশ উপকারী
আলুর খোসা ত্বকের জন্য বেশ উপকারী

আলুর খোসা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তবে খেয়াল রাখতে হবে, আপনার এলার্জির সমস্যা আছে কি না। এ ধরনের সমস্যা থাকলে আগে প্যাচ টেস্ট করে নিন।

শসার খোসা

সময়ের সঙ্গে আমাদের ত্বকে দেখা যায় বয়সের ছাপ। অনেকের এটি ধীরগতিতে হয় আবার অনেকের দ্রুতগতিতে৷ যাঁরা নিয়মিত ত্বকের যত্ন নেন তাঁদের চেহারায় অতি দ্রুত বয়সের ছাপ দেখা যায় না।

৪/৪
ত্বকের ক্লান্তি ভাব দূর করতেও এর কোনো জুড়ি নেই
ত্বকের ক্লান্তি ভাব দূর করতেও এর কোনো জুড়ি নেই

শসার খোসা এমন একটি উপকরণ, যা আপনার ত্বককে ফ্রি-রেডিক্যালের হাত থেকে বাঁচায় এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ত্বকের ক্লান্তি ভাব দূর করতেও এর কোনো জুড়ি নেই৷

সূত্র: অ্যালিউর

ছবি: পেকজেলস ডট কম

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮: ০২
বিজ্ঞাপন