এবারের ঈদ ভরা গ্রীষ্মের দাবদাহপূর্ণ সময়ে চুলের বাঁধুনিতে আরাম ও স্টাইল দুই–ই সমান গুরুত্ব পাচ্ছে। জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমির পরামর্শে তিনটি এমন হেয়ারস্টাইলের কথা জানাচ্ছেন রিফাত পারভীন
চুলের সাজের আছে বহু ধরন। ঈদ বা অন্য উৎসবের প্রাক্কালে খুব সাধারণভাবে নয়, বরং চুল বাঁধার আগে গুরুত্ব পায় ট্রেন্ড ও ফ্যাশনের বিষয়। হেয়ারস্টাইলিংয়ের রয়েছে বহু আন্তর্জাতিক ট্রেন্ড, রয়েছে দেশীয় ঐতিহ্যবাহী চুল বাঁধার কায়দা। আবার মাঝেমধ্যে এই দুইয়ের মিশেলে ফিউশনধর্মী অভিনব কিছু করা যায়। তবে যে স্টাইলেই চুল বাঁধা হোক, তা প্রথমেই হওয়া চাই আরামদায়ক।
আউটফিট আর মেকআপ ছাড়াও ঈদের সাজে পরিপূর্ণতা আনে চুলের বাঁধন ও সজ্জা। এখন সাজের সব অঙ্গনেই মিনিমালিজমের বিষয়টি পাচ্ছে প্রাধান্য। তাই সারা দিন বেঁধে রাখার ক্ষেত্রে সবকিছু ছাপিয়ে চুলের সাজে আরামদায়ক স্টাইল ও সহজিয়া কায়দা বেছে নেওয়াই যায় বললেন জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
ঈদের দিনের জন্য আরামদায়ক ও সহজ–সরল এমন তিনটি হেয়ারস্টাইলের কথা জানালেন এই রূপবিশেষজ্ঞ।
সবচেয়ে আরামদায়ক হেয়ারস্টাইল বলা হয় বেণিকে। তবে ঈদে শুধু বেণির বাঁধনে চুল বাঁধা নয়, বেণিতে যোগ করতে হবে স্টাইল। সময় ঘুরে আবারও ফ্যাশন এখন দুই বেণির। কিন্তু কলা বেণি নয়, বরং চুলে করতে পারেন ফ্রেঞ্চ বেণি। লুকে বৈচিত্র্য আর আরাম—দুই–ই চাইলে এই হেয়ারস্টাইল আদর্শ। চুল মাঝ থেকে সিঁথি করে দুই ভাগ করে নিতে হবে। এরপর এক পাশের চুল তিন ভাগ করে নিন। সিঁথির পাশ ধরেই বেণি করা শুরু করুন। কিছুদূর বেণি করার পর বাকি চুলগুলো থেকে অল্প কিছু চুল নিয়ে আগের বেণির সঙ্গে মিলিয়ে আবার বেণি করতে হবে। এভাবে বেণি করে নিচ পর্যন্ত আনতে হবে। বড় চুলের পাশাপাশি ছোট বা মাঝারি চুলেও করা যাবে এটি।
এই প্রচণ্ড গরম আবহাওয়ায় স্টাইল করতে চাইলে প্রকৃতপক্ষে খোঁপাই যথাযথ। কারণ, আটকানো আপডু স্টাইলের চুলেই সবচেয়ে বেশি আরাম পাওয়া যায়। তবে এই খোঁপায় কিন্তু অনায়াসে নিয়ে আসা যায় ফিউশনের ছোঁয়া। করে নিন রিং খোঁপা। মাঝ থেকে বা চাইলে পাশে সিঁথি করে চুল হালকা টুইস্ট করে নিন। এবার চুলের নিচের অংশ উল্টো দিকে হালকা ব্রাশ করে কিছুটা ফুলিয়ে নিন, যেন খোঁপা বড় দেখায় ও থাকে ট্রেন্ডি এলোমেলো বা মেসি ভাব। এবার অল্প করে চুল নিয়ে রিং করে ফেলুন এক পাশের খোঁপা। অন্য পাশেও ঠিক একইভাবে খোঁপা করলেই হয়ে যাবে ঈদের দিনের আরামদায়ক ও স্টাইলিশ হেয়ার ডু।
এই হেয়ারস্টাইল ঠিক যতটা সহজ, ঠিক ততটাই স্টাইলিশ। একটি মাত্র বেবি পিন দিয়েই করে ফেলতে পারবেন এই চোখে পড়ার মতো হেয়ারস্টাইল। চুল এক পাশ থেকে একটু চ্যাপটা করে নিয়ে কানের পেছনে একটা বেবি পিন দিয়ে আটকে দিতে হবে। কানের অন্য পাশের চুলগুলোও খুব মসৃণ ও টাইট করে একইভাবে বেঁধে ফেলুন। এবার পেছনের চুলগুলো কিছুটা ব্যাক ব্রাশ করে ফুলিয়ে নিন। পুরো চুল হাই পনিটেইল করে শক্ত করে বেঁধে ফেলতে হবে। এবার সিঁথির সামনের পাশে বড় পাথরের বা মেটালের ক্লিপ আটকে নিন। হয়ে যাবে সহজেই ফ্যাশনেবল একটি হেয়ার লুক।