বিশ্ব ইয়োগা দিবস পালন করতে তিন সপ্তাহ ধরে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে গুলশান ও ধানমন্ডিতে হয়েছে ইয়োগা সেশন। আগামীকাল সকালে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে থাকছে এই দিবস উপলক্ষে যোগব্যায়ামের সেশন।
রমনা ইয়োগা সোসাইটির উদ্যোগে আগামীকাল একটি ইয়োগা সেশনের আয়োজন থাকছে রমনা পার্কে। ঢাকা ফ্লোর আয়োজনে ঈদ–পরবর্তী ইয়োগা সেশন শুরু হয়েছে।
ইয়োগা এক্সপার্ট দ্যুতি সিংয়ের প্রশিক্ষণে চলছে এই কার্যক্রম। আজ ২১ জুন ইয়োগা দিবসে রয়েছে ঢাকা ফ্লো স্টুডিওতে তাঁর যোগব্যায়ামের ক্লাস। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সংগঠন ইয়োগা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করছে।