ছেঁড়া জুতার দাম এক লাখ ষাট হাজার টাকা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটি হলো ব্যালানসিয়াগা। হলিউড-বলিউডের নামীদামি তারকাদের ফরাসি এই ব্র্যান্ডের ভক্ত বলা যায়। সম্প্রতি ব্যলানসিয়াগা একটি নতুন প্রচারণায় রীতিমতো নেটদুনিয়া কাঁপিয়ে ফেলেছে। সোমবার ব্র্যান্ডটি নতুন ডিজাইনের জুতার বেশ কিছু ছবি ইন্টারনেটে আপলোড করে। সেখানে দেখা যায় ছেঁড়া, বাতিল, নোংরা স্নিকারের ছবি। ছবিগুলো ব্যলানসিয়াগার অফিশিয়াল ফটোগ্রাফার লিউপোল্ড ডুসমারের তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই ছবিগুলো যদিও–বা পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারছে না। এমন নামী ব্র্যান্ডের ছেঁড়া জুতার প্রচার দেখে নেটিজেনরা  রীতিমতো অবাক। খুবই অল্পসংখ্যক অর্থাৎ ১০০ জোড়া স্নিকার তৈরি করেছে ব্র্যান্ডটি। যার ১ জোড়া স্নিকারের দাম প্রায় ১ হাজার ৮৫০ ইউএস ডলার। বাংলাদেশি মূল্যে কিনতে হলে গুনতে হবে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। কিছু স্নিকার ৪৯৫ ডলার এবং ৬২৫ ডলারেও পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মূল্যে প্রায় ৪৩ হাজার টাকা এবং ৫৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে ব্যালানসিয়াগা জানায়, ছেঁড়া, ময়লা, পুরেনো এই স্নিকারটি ক্ল্যাসিক ডিজাইনে তৈরি এবং এটা নতুন স্টাইলের সূচনা ঘটাবে। কালো, লাল, সাদা রঙের এই স্নিকারটি তৈরি হয়েছে ক্যানভাস কাপড়ে। জুতাটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েট স্নিকারস’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতা। জুতার অবস্থা যতই খারাপ হোক, গোড়ালির দিকে ঠিকই রয়েছে ব্র্যান্ডের লোগো। ব্যালানসিয়াগার ‘প্যারিস স্নিকার’ নামক সংগ্রহের অধীনে জুতাগুলো শিগগিরই বাজারে আসতে চলেছে বলে জানায় সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এই স্নিকারটি ঘিরে। ব্যালানসিয়াগাকে নিয়ে এই আলোচনা অবশ্য নতুন নয়। এর আগেও যথেষ্ট আলোচিত হয়েছিল তাদের একটি ব্যাগ। ২০১৭ সালের দিকে ব্যালানসিয়াগা একটি ব্যাগ বাজারে আনে, যার মূল্য ছিল ২ হাজার ১৪৫ ইউএস ডলার, যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা। ব্যাগটি সমালোচনার মুখে পড়েছিল, কারণ সুইডিশ কোম্পানি ‘আইকিয়া’র একটি ব্যাগের সঙ্গে এর যথেষ্ট মিল পাওয়া যায়। আর আইকিয়ার ওই ব্যাগের দাম ছিল মাত্র ৯৯ সেন্ট বা বাংলাদেশি ৮৬ টাকা!

ছবি: ব্যালানসিয়াগার টুইটার হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৩: ০০
বিজ্ঞাপন