হালফ্যাশন ডেস্ক
ভারতীয় প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ যাত্রা শুরু করে ২০১৯ সালে। ব্র্যান্ডটি এবার ভারতীয় শীর্ষ মেকআপ ব্র্যান্ড নাইকার সঙ্গে পার্টনারশিপে গেছে। কে বিউটির স্বত্বাধিকারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিউটি শপের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘কে বিউটির পণ্য আমরা পৌঁছে দিচ্ছি প্রায় ১ হাজার ৬০০-এর বেশি শহরে এবং ৯০টির বেশি নাইকার স্টোরে। যখন কে বিউটির যাত্রা শুরু হয়, তখন থেকেই সবার কাছে এর সহজলভ্য করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ভোক্তারা আমাদের পণ্য সাদরে গ্রহণ করলেই এই প্রচার সফল হবে।’
কে বিউটির পণ্য এখন ভারতের শতাধিক সাধারণ ও আধুনিক স্টোরে পাওয়া যাচ্ছে। প্রসাধনীগুলো লাইফস্টাইল স্টোর, প্রিটি কসমো ও বিউটি সেন্টারগুলোতেও পাওয়া যাবে বলে জানান ক্যাটরিনা।
এ বছর ভারতের পাঁচ তারকা হোটেল সাহারা স্টারে আয়োজিত ‘বিজনেস আইকন অব ইন্ডিয়া’ অনুষ্ঠানে ‘বিউটি এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত হন ক্যাটরিনা। মাত্র আড়াই বছরেই ব্র্যান্ডটি জনপ্রিয়তা পেয়েছে। ক্যাট নিজেও তাঁর ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন।
কে বিউটির প্রসাধনীগুলোর মধ্যে এই সামারে গ্লিটারি লুজ পাউডার, এইচডি কনসিলার, ম্যাট মেটালিক আইশ্যাডো, সবুজ-নীল-বেগুনি লিকুইড আইলাইনার, প্যাস্টেল নেইল পলিশ, লাইটওয়েট কনসিলার, হাইড্রেটিং ফাউন্ডেশন, ২৪টি শেডের ম্যাট ড্রামা লিপস্টিক, ক্রিমি ব্লাশ, মেটালিক আইশ্যাডো স্টিক বেশ জনপ্রিয়। প্রসাধনীর ওপর ছাড়ও মিলছে। আর সেটা দেখা যাবে কে বিউটির ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই।
ছবি: ক্যাটরিনার কাইফের ইন্সটাগ্রাম হ্যান্ডল