রঙের বালতির দাম দুই লাখ টাকা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ইদানীং ব্যাগের ট্রেন্ডে নানা ধরনের উদ্ভট ডিজাইন নিয়ে আসছে বিলাসবহুল ব্র্যান্ডগুলো। ব্যালেন্সিয়াগার পর এবার সেই তালিকায় নাম লিখেয়েছে ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁ। রঙের বালতির আদলে তৈরি ব্যাগের সংগ্রহ নিয়ে এসেছে তারা। নতুন এই ‘এলভি পেইন্ট ক্যান’ ব্যাগ ২০২১ সালের নভেম্বরে প্রয়াত ফ্যাশন ডিজাইনার ভার্জিল আবলোর সর্বশেষ কালেকশনের একটি।

অসাধারণ ছয়টি রঙে পাওয়া যাচ্ছে লুই ভিতোঁর এই ক্যান ব্যাগ। দেখতে ধাতব মনে হলেও ব্যাগগুলো আসলে তৈরি করা হয়েছে গরুর চামড়া দিয়ে। ওপর থেকে খুলতে হবে ব্যাগ। রয়েছে মাইক্রোফাইবার লাইনিং। তবে হ্যান্ডেল মেটালের। রয়েছে একটি স্ট্র্যাপ, প্রয়োজন না হলে খুলেও রাখা যাবে। এই ফরাসি ব্র্যান্ড জানিয়েছে, এই ব্যাগ হতে পারে চিরাচরিত ব্যাগের বিকল্প। ব্যাগে দুটি ফোন ও অন্যান্য ব্যক্তিগত জিনিস রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

বিজ্ঞাপন

এই ব্যাগ বাজারে ছাড়ার পর সামাজিক মাধ্যমে হইচই পড়ে গেছে। এর কারণ যেমন ডিজাইন, তেমনি দামও। কারণ, একটি ব্যাগ কিনতে লাগবে ১ হাজার ৯৮০ পাউন্ড বা প্রায় ২ লাখ টাকা।

নেটিজেনদের অনেকেই ব্যাগটি নিয়ে ট্রল করতেও ছাড়েননি। তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। ব্যাগটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে—কেউ কেউ ভার্জিলকে তাঁর সৃজনশীলতার জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ আশ্চর্যজনকভাবেই সমালোচনা থাকলেও এই ব্যাগ হট কেকের মতোই বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

একই সংগ্রহের অংশ হিসেবে ফুলের তোড়ার মতো দেখতে একটি একক হাতলবিশিষ্ট ব্যাগ নিয়ে এসেছে লুই ভিতোঁ। এটি ব্র্যান্ডের সিগনেচার ক্ল্যাসিক ব্রাউন মনোগ্রাম–মুদ্রিত ক্যানভাস দিয়ে তৈরি।

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১১: ৪১
বিজ্ঞাপন