বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল
শেয়ার করুন
ফলো করুন

শহরজুড়ে চলছে ঈদ ও রোজাকে কেন্দ্র করে দারুণ সব আয়োজন। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে ১২ মার্চ থেকে শুরু হয়েছে ১৮ দিনের রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫। এই উৎসবের মধ্য দিয়ে রোজা ও ঈদের আবহকে সমন্বিত করে দর্শনার্থীদের অন্য রকম অভিজ্ঞতা দেওয়া আয়োজকদের উদ্দেশ্য।

এই উৎসবের ইফতার বুফেতে আছে ঐতিহ্যবাহী ঢাকাইয়া, মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের পদ। থাকছে নারী–পুরুষ–শিশু সবার জন্য ঈদের পোশাক, গৃহস্থালি পণ্য এবং লাইফস্টাইল পণ্য।

বিজ্ঞাপন


পরিবারের সবাইকে নিয়ে উদ্‌যাপনের জন্য দারুণ আলোকসজ্জা ও বসার ব্যবস্থা করা হয়েছে। আছে বেশ কিছু ফটোবুথ। বিসিএফসিসির নিজস্ব ক্যাটারিংয়ের আয়োজনে পাঁচ তারকা বুফে ইফতার ও ডিনারের আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪: ৫১
বিজ্ঞাপন