প্রমোদতরিতে থাকছেন ফুটবলারদের সঙ্গিনীরা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশগুলো মানেই বিলাসবহুল ব্যাপারস্যাপার। কাতার বিশ্বকাপেও সে ছাপ সুস্পষ্ট। খেলতে আসা ফুটবলারদের সঙ্গিনী ও পরিবারের সদস্যদের রাতে থাকার জন্য এইচ এম এস ওয়্যাগ নামের এক হুলস্থুল রকমের বিলাসবহুল প্রমোদতরির ব্যবস্থা করা হয়েছে। এই নাম নিয়ে আবার রয়েছে কিছুটা তর্ক–বিতর্ক। ফুটবলারদের স্ত্রী বা সঙ্গিনীদেকে ‘ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড’-এর সংক্ষিপ্ত রূপ ‘ওয়্যাগ’ বলে অভিহিত করাকে অনেকেই অবমাননাকর ভাবেন। তবে যে নামেই ডাকা হোক, তাঁদের সমাদরে ঘাটতি নেই এবার কোনো রকম। এইচ এম এস ওয়্যাগ জাহাজটি দোহাতেই নোঙর করা। শুধু প্রটোকল মেনে আলাদা রাত্রিযাপনের জন্যই এই আয়োজন।

তবে ফুটবলারদের পরিবারের সবাই দিনের যেকোনো সময় এখানে সময় কাটাতে পারবেন। বিলিয়ন ডলার মূল্যমানের এই লাক্সারি লাইনারে ২৬৩৩টি কেবিন রয়েছে। রয়েছে ৬টি সুইমিংপুল, এক্সক্লুসিভ সব রিটেইল আউটলেটে শপিং করার জন্য ১টি প্রমেনেড, ১৪টি সমুদ্রের ভিউসহ হোয়ার্লপুল, ১৩টি ডাইনিং ভেন্যু আর ৩০টিরও বেশি ক্যাফে ও বার। এখানে আসার আগে ফুটবল ওয়্যাগদের মধ্যপ্রাচ্যের ড্রেসকোড ও সংস্কৃতি, কোড অব কন্ডাক্ট, ইন্টারনেট ব্যবহারে সতর্কতার বিষয়ে লম্বা ব্রিফিং করা হয়।

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১০: ৫১
বিজ্ঞাপন