আজ ও কাল দোতলার শরৎ উৎসবে এলে যেসব দারুণ জিনিস পাবেন
শেয়ার করুন
ফলো করুন

কয়েকজন উদ্যোক্তা একসাথে মিলেমিশে দোতলার আয়োজনে মেতে উঠেছেন শরৎ উৎসব নিয়ে। ধানমন্ডি ৩২এর এই যৌথ ফ্যাশন উদ্যোগের আউটলেটে গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার শুরু হয়েছে এই মেলা। ছিমছাম আয়োজনের ঘরোয়া আবহের মেলাটি চলবে আগামীকাল ৫ অক্টোবর রাত পর্যন্ত।

এই মেলায় আসলে আপনি একই ছাদের নিচে বেশ কিছু দারুণ ফ্যাশন পণ্য ও জিবে জল আনা খাবারদাবার পেয়ে যাবেন। পোশাক বাই তাননাস আছে হ্যান্ডপেইন্ট করা শাড়ি, টুপিস, কুর্তি, ব্লকের টুপিস, শাড়ি নিয়ে। তাদের পসরায় আরো যোগ হয়েছে এবার বিছানার চাদর। শাড়িকথনের সিগনেচার চট ও ডেনিম পাড়ের শাড়ি ও পাঞ্জাবি ছাড়াও আছে বিভিন্ন রকমের শাড়ি। সিতকার সম্ভারে আছে মসলিন, সিল্ক, সুতির কাপড়ে হাতের কাজের শাড়ি, থ্রিপিস, টুপিস, ওয়ানপিস ইত্যাদি।

বিজ্ঞাপন

আজুরা বাই শান্তা কবিরের মনেমুগ্ধকর সব ডিজাইনের দেশিয় থেকে শুরু করে ওয়েস্টার্ন আউট ফিটের বিশাল সমাহার আছে এখানে।রঙ্গনের আছে মনিপুরী কালেকশন। ছোটদের বা বড়দের সবার শাড়ি পাবেন এখানে।রঙ্গিন সুতোয় আছে গরমে পরার উপযোগী আরামদায়ক টিশার্ট, কোঅর্ডস আর শাড়ি।এদিকে লেইস ফিতায় পাবেন ছোটবড় পছন্দের সব গয়না।

চিত্রাংগনা আছে তার হাতে তৈরি বিভিন্ন রকম গয়না নিয়ে। মুক্তার গয়নার কালেকশনতি দারুণ তাদেরবড় আকর্ষণ আছে সন্ধ্যায়, থাকছে লাইভ মিউজিক। থাকছে পাটিসাপটা, গজা, মালপোয়ার মতো মজার মজার সব খাবারের আয়োজন। আরাম করে বসে গল্প, গান আর আড্ডা আর রসনা বিলাসের পাশাপাশি কেনাকাটাও করা যাবে এখানে। ছুটির দিনে সুন্দর সময় কাটাতে চলে আসতে পারেন দোতলায় বন্ধু বা পরিবারের সদস্যদেরকে নিয়ে অনায়াসে।

ছবি: দোতলার সামাজিক মাধ্যম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯: ৪০
বিজ্ঞাপন