শুক্রবার বিকেলে বসুন্ধরা সিটির লেভেল থ্রিতে নারীদের ফ্যাশনকে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করল দেশীয় ফ্যাশনের নতুন উদ্যোগ রূপ ফ্যাশন হাউস। শো রুমটির উদ্বোধন করেন রূপ ফ্যাশন হাউস এর কর্ণধার রূপা সাহা। আরও উপস্থিত ছিলেন রূপ ফ্যাশন হাউসের কর্মী ও ফ্যাশন উৎসাহীরা।
এ সময় রূপা সাহা বলেন,‘নারীদের সৌন্দর্য, ফ্যাশনের প্রতি আগ্রহ ও ভালোবাসাকে প্রাধান্য দিতেই এই অসামান্য উদ্যোগ গ্রহণ। রূপ ফ্যাশন হাউস নারীদের পরিধেয় ও আনুষঙ্গিকের মনোমুগ্ধকর সংগ্রহ রয়েছে। রিটেইল শপিংয়ে ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দিতেই আমাদের এই আয়োজন। আধুনিক, ক্ল্যাসিক থেকে অ্যাভা-গার্ড ডিজাইনের প্রতিটি পোশাকই উন্নত মানের ও কোয়ালিটি চেকিংএর মাধ্যমে আউটলেটে জায়গা দেওয়া হয়।
রূপা সাহা আরও বলেন ‘রূপ ফ্যাশন হাউস গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের আউটলেট কেবল ফ্যাশনের একটি প্রদর্শনী নয়; এটি নারীত্বের উদ্যাপন - একটি অভয়ারণ্য যেখানে প্রতিটি নারী তার নিজস্ব শৈলী এবং আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরতে পাররে।’