ভিক্টোরিয়াস সিক্রেট ফিরিয়ে এনেছে অ্যাথলিজার লেবেল ভিএসএক্স
শেয়ার করুন
ফলো করুন

লঞ্জারি ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট আবার চালু করেছে অ্যাথলিজার ল্যাবেল ভিএসএক্স। তারকাখচিত এক আয়োজনের মাধ্যমে এই অ্যাক্টিভওয়্যার লেভেলের রিলঞ্চ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জিজি হাদিদ, ইমান হাম্মাম, পালোমা এলসেসার এবং টেলর হিলসহ অনেকে। ২০১১ সালে প্রথমবার ভিক্টোরিয়াস সিক্রেট ভিএসএক্স চালু করেছিল।

অ্যাক্টিভওয়্যারের এই সংগ্রহে আছে স্পোর্টস ব্রা, লেগিংস, ট্রেঞ্চ কোট, ক্যাটস্যুট ও টি-শার্ট। এই পোশাকগুলো অনলাইন ও আমেরিকার স্টোরগুলোতে সুলভ আছে। আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে আরও কিছুদিন পর। ভিক্টোরিয়াস সিক্রেটের এই লেবেল বিপণন করবে এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে।  

বিজ্ঞাপন

‘ভিএসএক্স কেবল স্পোর্টস কালেকশন নয়। এটি পারফরম্যান্স ও ফ্যাশনের মাঝামাঝি একটি লাইফস্টাইল ব্র্যান্ড’ বলে জানান ভিক্টোরিয়াস সিক্রেট অ্যান্ড কোম্পানির ব্র্যান্ড ডিজাইনের সহসভাপতি কিরা ফিশার। তিনি আরও বলেন, ‘বিশ্বমানের ডিজাইন আর উচ্চ মানসম্মত কাপড় নারী শরীরকে উদ্‌যাপন করবে। পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস ও জীবনযাপনকে সহজ করে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে।’  

২০১৯ সালে নারীদের ভুল উপস্থাপনা নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর ভিক্টরিয়াস সিক্রেট আর কোনো ফ্যাশন শো আয়োজন করেনি। এই অটামে ভিক্টরিয়াস সিক্রেট ফ্যাশন শো ২০২৪-এর মাধ্যমে তাঁরা আবার রানওয়েতে ফিরতে চায়। আর সেই প্রস্তুতির অংশই এই অ্যাথলিজার ল্যাভেল।

ছবি: ভিক্টরিয়াস সিক্রেট

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ১৪
বিজ্ঞাপন