ফ্যাশন–বিশ্বের জন্য সেপ্টেম্বর বেশ গুরুত্বপূর্ণ মাস। এ মাসে চারটি ফ্যাশন ক্যাপিটালে (নিউইয়র্ক, প্যারিস, লন্ডন, মিলান) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত স্প্রিং-সামার ফ্যাশন উইক। এ ছাড়া বড় বড় লাইফস্টাইল ম্যাগাজিন বের করে বিশেষ সংখ্যা। সেই ধারাবাহিকতায় এবার পুরুষদের জন্য প্রকাশিত আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউ তাদের সেপ্টেম্বর ইস্যুতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে। এই বিশেষ সংখ্যায় কভার বয় হয়েছেন হলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি।
২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন–থ্রিলার মুভি ‘উল্ফস’। এতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। ২৮ মে যখন এর টিজার প্রকাশ পেয়েছে, তখন থেকেই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটির জন্য। ‘উল্ফস’ এই জুটির ষষ্ঠ মুভি। এর আগে দুজনকে একসঙ্গে ‘ওশান ট্রিলজি’, ‘কনফেশন অব আ ডেঞ্জারাস মাইন্ড’ এবং ‘বার্ন আফটার রিডিং’ সিনেমায় দেখা গেছে।
বাস্তব জীবনে এই দুই অভিনেতার মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনির এই মধুর সম্পর্কের কথা হলিউড ও সিনেমাপ্রেমীদের কারও অজানা নয়। এ জন্যই জিকিউ ম্যাগাজিন তাঁদের নিয়ে লেখা বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে ‘জর্জ ক্লুনি অ্যান্ড ব্র্যাড পিট আর হলিউড'স বিএফএফ’ শিরোনামে।
প্রতিবেদনে উঠে এসেছে তাঁদের বন্ধুত্ব ও জীবনের অজানা কিছু দিক। জানা যায়, সবার প্রিয় প্রিন্সেস ডায়ানার মৃত্যুই জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে প্রথম এক করেছিল। ১৯৯৭ সালে পাপারাজ্জিদের অতি উৎসাহের কারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন প্রিন্সেস ডায়ানা।
তখন হলিউড তারকাদের মধ্যে প্রথম পাপারাজ্জিদের সমালোচনা করে বিবৃতি দেন জর্জ ক্লুনি। তাঁর এই প্রতিবাদী প্রতিক্রিয়া ব্র্যাড পিটকে মুগ্ধ করেন। তিনি বলেন, ‘তখন আমি উপলব্ধি করি যে ওর (জর্জ ক্লুনি) ভেতর এমন কিছু আছে, যা আমাদের কারও নেই। আমি সেদিন একজন নেতাকে দেখেছিলাম।’ এক হৃদয়বিদারক ঘটনা থেকে যে বন্ধুত্বে সূত্রপাত, তা আজ তিরিশ বছর পরও বহাল তবিয়তে টিকে আছে।
নব্বই দশকের হার্টথ্রব ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি নিঃসন্দেহে হলিউডের অন্যতম ফ্যাশনেবল তারকা। জিকিউ ম্যাগাজিনের ফটোশুটেও তাঁদের দুজনকে বেশ স্টাইলিশ সাজে দেখা গেছে। ইতিমধ্যে প্রতিবেদনটি ম্যাগাজিনের ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরে আসবে প্রিন্ট সংস্করণ।
ছবি: ইন্সটাগ্রাম