আবারও ডব্লিউটিএ ও এসএটিএ অ্যাওয়ার্ডে ভূষিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের সেরা বিজনেস হোটেল হিসেবে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) ও বাংলাদেশের সেরা মিটিং ও কনফারেন্স হোটেল হিসেবে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) এবং সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকাকে উভয় বিভাগে পুরস্কৃত করা হয়।

টানা তৃতীয়বারের মতো ডব্লিউটিএ এবং টানা দ্বিতীয়বারের মতো এসএটিএ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশে আইএইচজির এই আইকনিক হোটেল।

বিজ্ঞাপন

পর্যটনশিল্পের নানা ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি প্রদান ও উদ্‌যাপনের লক্ষ্যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ডব্লিউটিএ। বর্তমানে ডব্লিউটিএ ব্র্যান্ডটি বৈশ্বিকভাবে গুণমানের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচিত। এই পুরস্কার বিজয়ীরা অন্য সবার জন্য আদর্শ হিসেবে অনুসৃত হয়ে থাকে। এসএটিএ–ও পুরস্কার কেবল হোটেল খাতের অসাধারণ সেবা আর উদ্ভাবনকেই স্বীকৃতি দেয় না, বরং এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীদারদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং সহযোগিতার একটি মনোভাবকে গুরুত্ব দিয়ে থাকে।
‘আমরা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস এবং সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে পুনরায়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন হোটেলর ডিরেক্টর, মার্কেটিং সাদমান সালাউদ্দিন
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন হোটেলর ডিরেক্টর, মার্কেটিং সাদমান সালাউদ্দিন

বিজয়ী হতে পেরে সত্যিই আনন্দিত। এটি আমাদের প্রতিদিনের উৎকর্ষ অর্জনের জন্য যে উৎসাহ এবং নিষ্ঠা নিয়ে আমরা কাজ করি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ।’ বলেন আইএইচজি, দক্ষিণ–পশ্চিম এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার আশ্বিনী নায়ার।
ছবি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১: ১৯
বিজ্ঞাপন