অফিস উপযোগী পোশাক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

পোশাক নির্বাচনের ক্ষেত্রে আরাম আর পরিবেশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো জায়গায় দিনভর সতেজ অনুভূতি দেবে, এমন পোশাক পরাই হবে বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে স্থান উপযোগী পোশাক পরতে হবে।

এখন আবহাওয়া খুবই বিচিত্র। এই রোদ তো এই বৃষ্টি। তাই মাঝেমধ্যেই দ্বিধায় ভুগতে হয়, কী পরে অফিস গেলে স্বস্তি আর ফ্যাশন দুটিই হবে একসঙ্গে। এর সহজ সমাধান দিয়েছে ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাকের নতুন সংগ্রহ নিয়ে এসেছে ব্র্যান্ডটি। তাদের প্রতিটি পোশাক পরিবেশ ও আবহাওয়া উপযোগী।

বিজ্ঞাপন

ফেব্রিক নির্বাচন, সুনিপুণ দক্ষতা ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের সমন্বয়ে নকশা করা হয়েছে অফিস উপযোগী আউটফিটগুলো। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে এথনিক ডিজাইনের ফর্মাল ডিজাইনের পোশাক। অন্যান্য বিকল্প পোশাকও রয়েছে তাদের সংগ্রহে।

২৫টির বেশি ডিজাইনের স্ট্রাইপ, চেক ও মার্জিত রঙের ফর্মাল শার্ট রয়েছে ছেলেদের জন্য। এই ডিজাইনগুলো গাঢ় ও হালকা উভয় শেডের ফর্মাল প্যান্ট বা চিনোসের সঙ্গে মিলিয়ে, এমনকি ছুটির দিনে ডেনিমের সঙ্গেও পরা যাবে।

বিজ্ঞাপন

মেয়েদের জন্য রয়েছে শতাধিক ট্রেন্ডি কুর্তি, সালোয়ার-কামিজ ও শাড়ি, যা খুব সহজেই কর্মক্ষেত্রে পরা যাবে। এথনিক আর ফর্মাল—এই দুইয়ের সমন্বয়ে তৈরি পোশাকগুলো ক্লাসি ভাবও নিয়ে আসবে ব্যক্তিত্বে। প্রতিটি পোশাকে রয়েছে চমৎকার অলংকরণ, স্ক্রিন প্রিন্টিং ও পরিমিত হ্যান্ড এমব্রয়ডারির কাজ।

সব বয়সের মেয়েরাই দৈনন্দিন কাজে, অফিস বা বিশেষ ইভেন্টে পরার জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন সংগ্রহ থেকে। পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সব শোরুম ছাড়াও অনলাইন শপ থেকেও অর্ডার করা যাবে।

ছবি: কে ক্র্যাফট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৪: ০০
বিজ্ঞাপন