বাংলাদেশে আছে আইএইচজির তত্ত্বাবধানে পরিচালিত তিনটি হোটেল—হোটেল ইন্টারকনটিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এই তিনটি হোটেল সম্প্রতি টাইগার গলফ ক্লাবের (টিজিসি) সদস্যদের জন্য চালু করেছে প্রেস্টিজ কার্ড। এই ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সম্প্রতি আয়োজিত নৈশভোজে এই প্রেস্টিজ কার্ড লঞ্চ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক, কূটনীতিক ও স্থানীয় গলফ আগ্রহীদের কাছে বিশেষভাবে পরিচিত এই টাইগার গলফ ক্লাব। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও টাইগার গলফ ক্লাবের সভাপতি হেরু এইচ সুবলো, ব্রিটিশ হাইকমিশনার ও টাইগার গলফ ক্লাবের বিকল্প সভাপতি সারাহ কুক এবং টাইগার গলফ ক্লাবের কার্যনির্বাহী সদস্যদেরকে এই প্রেস্টিজ কার্ড হস্তান্তর করেন আইএইচজির দক্ষিণ–পশ্চিম এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ইন্টারকনটিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার।
প্রেস্টিজ কার্ড দিয়ে টিজিসির সদস্যরা ইন্টারকনটিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অসাধারণ ও বিলাসবহুল সব সুযোগ-সুবিধা ও পরিষেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রেস্টিজ কার্ডধারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিশেষ ছাড়ে সময় কাটানোর পাশাপাশি সেখানকার খাবার–পানীয়সহ অন্যান্য সেবা উপভোগ করতে পারবেন।
সর্বোচ্চ পরিষেবা ও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অতিথিকে সন্তুষ্ট রাখার প্রয়াসী বলে জানান অশ্বিনী নায়ার। তিনি বলেন, ‘এই কার্ড হোটেলগুলোর এক্সক্লুসিভ সেবা ও দারুণ সব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যেই বিশেষভাবে করা হয়েছে। এর মাধ্যমে আপনার পক্ষে হোটেলগুলোয় অবস্থান করা, খাবার ও ফিটনেস পরিষেবাগুলো সহজেই নেওয়া সম্ভব হবে। আমাদের হোটেলে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং আপনাকে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমরা অপেক্ষা করে আছি।’
ছবি: সংগৃহীত