প্রতিবারের মতো মাইন্ডফুলনেস ও আত্মিক নিরাময়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে। ছিল বিভিন্ন ওয়ার্কশপ, কমিউনিটি কানেকশন ও নিজেকে খুঁজে পাওয়ার পন্থা হিসেবে বিভিন্ন আয়োজন।
মানসিক অবসাদকে দূর করে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়া, আশপাশের মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে সাউন্ড হিলিং, থেরাপিউটিক রাইটিং, এক্সপ্রেসিভ আর্ট ওয়ার্ক, মেডিটেশনের আয়োজন করা হয়।
ঢাকা ফ্লোর সহপ্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, ভালো থাকার সবচেয়ে বড় প্রয়াস হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখা। নাহলে বিভিন্ন ধরনের মানসিক অবসাদ, নেশা বা নেতিবাচক কাজে জড়িয়ে পড়ে। মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন, একে অপরকে ভালো রাখার চেষ্টাকে উৎসাহিত করতে সব সময় দারুণ সব আয়োজন করে থাকে ঢাকা ফ্লো। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন। আমাদের তরুণদের মধ্যে ৫০ ভাগ বিভিন্ন রকমের মানসিক জটিলতায় ভোগে। মানসিক সমস্যার কথা কাউকে বললে নেতিবাচকভাবে নিতে পারে—এই সংশয়ে অনেকেই এই সমস্যার কথা কাউকে বলতে চায় না। মানসিকভাবে ভালো থাকা ও রাখার পন্থা হিসেবে এবার রাখা হয় বিভিন্ন আয়োজন। এসব সেশনের পাশাপাশি ছিল রোজ সন্ধ্যায় সংগীতায়োজন, যেখানে ক্যাসেট, কাকতাল ও পোস্ট অফিস সোসাইটির পরিবেশনা ছিল।
প্রথম দিনের আয়োজনে ছিল সাউন্ড হিলিং বা স্বয়ম্ভু, রিসাইক্লিং উইদ সার্কুলার ইনোভেশন, রাইট টু রিলিজ বাই কাসফি, পোকি’স লিটল জয় অ্যাক্টিভিটিজ, পটারি উইদ ক্লে স্টেশন, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস উইদ মনের বন্ধু, ওয়ান্ডারলাস্ট অ্যান্ড ওয়েলবিয়িং, ব্রাশ স্টোরি উইদ ফাতিমা, ইয়োগা ও রিকশা আর্ট উইদ প্রতিভা। ১৪ ফেব্রুয়ারি ছিল অ্যানিম্যাল ইয়োগা উইদ মিস মাই, গ্রুভ অ্যান্ড গ্রো-কিডস ড্যান্স উইদ হৃদি, কোপিং উইদ ক্লাইমেট চেঞ্জ স্ট্রেস, অর্থি’স ভরতনাট্যম ট্রুপের পরিবেশনা, জুম্বা, পজিটিভিটি থ্রু হিপ্নোথেরাপি, তাবাতা উইদ সাফিন, ফ্লো উইদইন উইদ ঢাকা ফ্লো, কার্ডিও উইদ বৃত্ত, ওয়েলনেস থিয়েটারের ড্রামা মাঝামাঝি ও কন্যা।
শেষ দিনের পরিবেশনায় ছিল বক্সিং উইদ আলামিন, ব্রাশ স্টোরি উইদ ফাতিমা, মেডিটেশন উইদ গুঞ্জন, ফায়ার সেফটি ডগ শো উইদ এলিট ফোর্স, গেট ক্রাফট উইদ শর্মি, নেভিগেটিং টক্সিসিটি বাই লাইফ কোচ নাবিলা, ইয়োগা বিটস, কমব্যাট মোবিলিটি উইদ মিশা এবং লাইফস্টাইল ফিটনেস বাই রাওয়ান অ্যান্ড ওয়াহিদা। পুরো আয়োজনে স্বাস্থ্যকর বিভিন্ন খাবার নিয়ে ১৩টি স্টল এবং বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য নিয়ে ছিল ২৩ জন নিয়মিত উদ্যোক্তা।
ছবি: হাল ফ্যাশন