মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেয়েছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি শীর্ষ সারির সিটি হোটেল হিসেবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) পেয়েছে বাংলাদেশের পাঁচ তারকা হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। ভ্রমণ, পর্যটন ও হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য ‘এসএটিএ’ হলো অন্যতম সম্মানজনক এবং স্বীকৃত প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি।

নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি আয়োজিত জমকালো অনুষ্ঠানে হোটেলের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার মনফুজা মাসুদ চৌধুরী। এই কৃতিত্ব হোটেলের লাক্সারি এবং ব্যবসাবান্ধব সুবিধার অনন্যতাকে তুলে ধরে। সেই সঙ্গে কঠোর পরিশ্রম, টিমওয়ার্কও এই স্বীকৃতির নেপথ্যে মাত্রা যোগ করেছে।

এই স্বীকৃতির জন্য হলিডে ইনের পক্ষ থেকে তাদের সব অতিথি ও পৃষ্ঠপোষককে ধন্যবাদ জানানো হয়েছে। বিশ্বমানের পরিষেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে ক্রমাগত অবদান রেখে চলেছে এই পাঁচ তারকা হোটেল।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০০
বিজ্ঞাপন