জুতার ফিতায় কানের দুল
শেয়ার করুন
ফলো করুন

‘ট্র্যাশ ব্যাগ’ হ্যান্ডব্যাগ থেকে শুরু করে হাইহিল ক্রোকস—এসব উদ্ভট ফ্যাশন তালিকার প্রথম সারিতেই আছে বিলাসবহুল ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা।

এবার তো আরও একধাপ এগিয়ে গেছে ব্র্যান্ডটি। সম্প্রতি নতুন একটি কানের দুল বাজারজাত করেছে তারা। ডায়ামন্ড কিংবা সোনার কানের দুল নয়, বরং জুতার ফিতা দিয়ে ডিজাইন করা হয়েছে এ দুল। শুনে অবাক লাগলেও এ দুল তাদের লেটেস্ট কালেকশন। দুলটি ১৮.৭ সেন্টিমিটার পর্যন্ত লম্বা।

বিজ্ঞাপন

হয়তো ভাবছেন, কীভাবে এই জুতার ফিতা আপনার কানের ছিদ্রে ঢুকবে? সে সুবিধাও করেছে ব্যালেন্সিয়াগা। কানের দুলটির পেছনে রয়েছে সিলভার-টোন ধাতব হার্ডওয়্যার। সেখানে ব্যালেন্সিয়াগার লোগোও খোদাই করা আছে। অন্য সব দুলের মতো এটিও পরা যাবে অনায়াসে। নতুন এই কানের দুল প্রতিজোড়া ২৫০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

দুলের ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা নানা ধরনের মন্তব্য করছেন। তবে ট্রল করা মন্তব্যই বেশি ছিল। দুলটি দেখতে মূলত ট্রিপল এস স্নিকার্সের সেট থেকে নেওয়া কালো ও সাদা ফিতার মতো। তবে এটিই প্রথম নয়; এর আগেও ব্র্যান্ডটি সিলভার সেফটিপিন কানের দুল লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল। সেগুলোয় ব্যালেন্সিয়াগার লোগো খোদাই করা ছিল।

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১১: ৪৬
বিজ্ঞাপন