রেনেসন্সের নতুন সংযোজন সিয়ার রেস্তোরাঁ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল তাদের অভিজাত গ্লোবাল কুইজিন রেস্টুরেন্ট এবং বার ‘সিয়ার’ উদ্বোধন করে ১৩ ডিসেম্বর। পৃথিবীর বিভিন্ন দেশের সুস্বাদু সব খাবার এবং লাইভ জ্যাজ মিউজিকের আয়োজন থাকবে এখানে। প্রতিদিন অতিথিদের লাইভ বিনোদন দিতে এই আয়োজন করেছে ‘সিয়ার’।

রেস্টুরেন্টটিতে আরও রয়েছে লাইভ কিচেন এবং প্যানারমিক ভিউসহ একটি এক্সক্লুসিভ বার। এগুলো ছাড়াও ‘সিয়ার’–এ থাকছে বিশ্বমানের বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ধরনের মিক্সোলজির ম্যাজিক।

বিজ্ঞাপন

রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার নুকা কুসুমা, হোটেল ম্যানেজার মো. আল আমিন, ফুড অ্যান্ড বেভারেজেস ডিরেক্টর কেভিন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার সানজানা।

জেনারেল ম্যানেজার নুকা কুসুমা জানান, ঢাকার মানুষেরা সুস্বাদু খাবার ও মিউজিক ভালোবাসে। এখানে ঢাকাবাসী তাঁদের বন্ধুবান্ধব ও পরিবারসহ চমৎকার খাবার, দারুণ পরিবেশনা ও আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারবে; যা হবে তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।

বিভিন্ন দেশের চমৎকার সব খাবার ও রেস্টুরেন্টের নান্দনিক পরিবেশ অতিথিদের মুগ্ধ করবে বলে বিশ্বাস হোটেল কর্তৃপক্ষের।

ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ১৭
বিজ্ঞাপন