আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে টি ফর হারমনি
শেয়ার করুন
ফলো করুন

টি ফর হারমনি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস এবং বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার (বিসিএফসি)। ২১ মে সন্ধ্যায় বনানী ক্লাবে আন্তর্জাতিক চা দিবস ২০২৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা
অনুষ্ঠানে অতিথিরা

অনুষ্ঠানে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে চা। এর রয়েছে ২০০ বছরের ইতিহাস। চা এখন বাংলা সংস্কৃতির অংশ হয়ে গেছে। বাঙালির সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে।

বিজ্ঞাপন

চীন দূতাবাসের কালচারাল সেক্রেটারি লি শাউপেং বলেন, চীনা সভ্যতার অংশ চা। চৈনিকদের হাজার বছরের জীবনযাত্রার অংশ চা পান করা।

চীনের ছয় ধরণের চা
চীনের ছয় ধরণের চা

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএফসির সভাপতি এ এস এম কামাল উদ্দিন।

বিজ্ঞাপন

চায়নিজ চায়ের বিস্তারিত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চায়নিজ ডিরেক্টর ড. ইয়াং হুই ও শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চায়নিজ শিক্ষক ঝং কিয়ানইউন। উভয়েই চীনের চায়ের বৃত্তান্তে সে দেশের ছয় ধরনের চায়ের বিস্তারিত তুলে ধরেন।

চীনের চায়ের সরঞ্জাম
চীনের চায়ের সরঞ্জাম

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সবাই। চীনের ঐতিহ্যবাহী নাচ ঝি সি কিং লু পরিবেশন করেন শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চায়নিজ শিক্ষক ওয়াং জিয়ানঝেন। আর বাংলা গান শোনান শিশির শমসের।

ছবি: সিবিএফএস ও হাল ফ্যাশন

প্রকাশ: ২২ মে ২০২৫, ১১: ৩৪
বিজ্ঞাপন