ফ্যাশন এবং স্বস্তি একই সঙ্গে রাখতে চাইলে শীতের সময় সবার আগে মাথায় আসে যে পরিধেয়টি তা হচ্ছে শাল। যা পরিধানে সাবলীল ও আকর্ষণীয়। পাশাপাশি আভিজাত্য প্রকাশেও শাল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি ফ্যাশন স্টেটমেন্টেও আনে ভিন্নতা। আবার আমাদের দেশে শীত আসে মৃদুভাবে, তাই খুব বেশি ভারী কাপড় এর প্রয়োজন পরে না। আর সে জন্যে এই সময় সবচেয়ে উপযোগী হচ্ছে শাল।
রঙ বাংলাদেশ এবার তাদের শীত উৎসব কালেকশনে নানান ধরনের শালকে নতুন আঙ্গিকে প্রকাশ করেছে। থাকছে নারী ও পুরুষ উভয়ের জন্য যুগ উপযোগী কিছু অসাধারণ নান্দনিক শালের সম্ভার।
শাল ছাড়াও শীত পোশাকে আরও থাকছে দেশীয় আদলে পঞ্চো, কটি, জ্যাকেট, শ্রাগ। যা বয়স ও লিঙ্গ ভেদে বেছে নেওয়া যাবে খুব সহজেই । টিনএজারদের জন্য এসেছে টপ ও বটমের দারুণ এক সংগ্রহ। ফুলস্লিভ টিশার্টের শীতের বিশেষ আয়োজনও রয়েছে কালেকশনটিতে।
ফ্যাব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে নানা ধরণের সুতি ও ডেনিম কাপড়। তবে শালগুলো মূলত ভিসকস কটনে তৈরি। কাজের মাধ্যম হিসেবে স্ক্রিন, ব্লক ও ডিজিটাল প্রিন্ট, হ্যান্ড ও মেশিন এ্যামব্রয়ডারী, হাতের কাজ ইত্যাদি। যাতে সকল পোশাক হয়েছে আরামে ও স্টাইলে স্বয়ংসম্পূর্ণ ।
রঙ বাংলাদেশের শীতের এ আধুনিক ও নান্দনিক সংগ্রহ পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে শীত উৎসব কালেকশনের পোশাক।
ছবি: রঙ বাংলাদেশ