ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে ঈদমেলা। এ উপলক্ষে বরাবরের মতো ত্রিনয়নী আয়োজন করছে মেলা। বাংলাদেশের নবীন-প্রবীণ উদ্যোক্তাদের দেশীয় পণ্যসামগ্রী নিয়ে এই ঈদমেলার আয়োজন করছে তারা। ধানমন্ডির মাইডাস সেন্টারে ঈদমেলা বসবে ১৪ ও ১৫ মার্চ।
এবার অংশগ্রহণ করবে সিন্ধু, মেঘপিয়ন, সুতা শৈলী, স্বচ্ছ, প্রচ্ছদ, ওয়্যারহাউস, ক্রিসতাং, বেলুয়া, হরিৎ, ইচ্ছে পূরণ, জায়া, অহম, নারী ফ্যাশন, বিমূর্ত, তাঁতের মাকুর মতো ৩৭টি উদ্যোগ।
নানা রকমের গয়না থেকে শুরু করে পোশাক, বিভিন্ন ধরনের হাতের তৈরি সামগ্রী এবং মুখোরোচক খাবারের স্টলে পছন্দের পণ্য কিনতে একবার ঢুঁ মেরে যেতে পারেন আগামী শুক্র ও শনিবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইডাস সেন্টারের লেভেল-১২ (ডান পাশে) চলবে ত্রিনয়নী মেলা।
ছবি: ত্রিনয়নী