নতুন ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে শর্বরী বলেন, ‘‘আমি রূপচর্চাকে দেখি নিজেকে প্রকাশ করার এক উপায় হিসেবে। নায়কা-র সঙ্গে এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি গর্বিত। তারা নারীদের আত্মবিশ্বাস এবং নিজস্বতাকে তুল ধরে।”
প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহ্নবী কাপুরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তিনি বলেন, “রূপচর্চা মানেই সৌন্দর্যের গণ্ডির মধ্যে আটকে থাকা নয়। এটি নিজের মতো করে নিজেকে প্রকাশ করার মাধ্যম।”
নাইকা ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, শর্বরী ওয়াঘ এই প্রজন্মের সাহসী, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী নারীদের প্রতিনিধিত্ব করেন। তাই তাকে নতুন মুখ হিসেবে সামনে আনা হয়েছে। নাইকা গত কয়েক বছরে বিউটি ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক বিশাল পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। ব্র্যান্ডটি এখন শুধুই প্রসাধনী নয়, বরং এক ধরনের লাইফস্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাদের ক্যাম্পেইনগুলোতেও নারীর ক্ষমতায়ন, বৈচিত্র্য এবং সফলতার বার্তা দেওয়া হচ্ছে।
শর্বরী ওয়াঘ ইতিমধ্যেই বান্টি অউর বাবলি ২ এবং মারাঠি ও হিন্দি সিনেমায় কাজের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন। নতুন এই ভূমিকার মাধ্যমে তিনি ভারতের ফ্যাশন ও বিউটিতে আরও দৃঢ় অবস্থান তৈরি করবেন বলে মনে করা হচ্ছে।