মার্কিন দূতাবাসের মুখপাত্রের ফুচকাপ্রেম
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

‘দারুণ মজা! ইস্ট অর ওয়েস্ট, বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট’, ফুচকা খেয়ে উচ্ছ্বসিত মন্তব্য করলেন মার্কিন দূতাবাসের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জেফ রাইডেনাওয়ার। কিছুদিন হলো তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের ফুচকার অনেক গল্প শুনেছেন। সম্প্রতি সিএনএন ট্রাভেলে এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুচকা জায়গা করে নেওয়ায় এই জনপ্রিয় পথখাবারের প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়।

মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি স্পষ্ট বাংলায় ফুচকা নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা বলছেন। এরপর তাঁকে রীতিমতো এক প্লেট ফুচকা নিয়ে তা মুখে পুরে উপভোগ করতে দেখা যায়। আর ফুচকা মুখে নিয়েই বাংলাতেই ভূয়সী প্রশংসা করেন তিনি এই মুখরোচক বাংলাদেশি স্ন্যাকসের। তাঁর টুইটটি দেশে–বিদেশে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৫৮
বিজ্ঞাপন