চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদারহাট ডিসি পার্কে ৪ জানুয়ারি ২০২৫ উদ্বোধন করা হয় মাসব্যাপী দেশের সর্ববৃহৎ ফুল উৎসবের। জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় বারের মতো এই ফুল উৎসবে থাকছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। এ ছাড়া আছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পিঠা উৎসব, শিশুদের জন্য রাইড, বোটিং, মুখরোচক খাবারের পসরা নিয়ে বর্ণিল আয়োজন।
ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদাসহ সারি সারি বর্ণিল ফুলের সমাহার। যেদিকে চোখ যায় শুধু রঙের মেলা। চেনা দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুল। ফুলের মেলায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়, অনেকেই এসেছেন পরিবার–পরিজন নিয়ে। চট্টগ্রামের ফৌজদারহাটে সাগর পাড়ে গড়ে তোলা ডিসি পার্কে বসেছে ফুলের এই মেলা। পুরো পার্ক সেজেছে নানা রঙের ফুলে। উৎসবে দেশি-বিদেশি নানা প্রজাতির দুই লাখ ফুলের মেলা বসছে এবার।
উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। পার্কে ঘুরতে আসা সুমাইয়া বলেন, পার্কে ফুলের রাজ্যে এই আয়োজনে গত বছরও এসেছিলেন, এবারের আয়োজন আরও বড় পরিসরে করা হয়েছে। মেলা প্রাঙ্গণে দেখা গেল শিশু–কিশোরসহ নানা বয়সের মানুষের পদচারণে মুখর পার্ক। এবারের আসরের প্রতিপাদ্য ‘ফুলের মতো আপনি ফোটাও গান’। উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মাসব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, চলচিত্র প্রদর্শনী, ভায়োলিন শো, পুতুলনাচসহ নানা আয়োজন রাখা হয়েছে। পুকুরে নৌকাবাইচের জন্য রাখা হয়েছে বেশ কটি নৌকা।
২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে প্রথমবারের মতো ফুল উৎসব আয়োজিত হয়। যা চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দ্রুত আয়োজনটি জনপ্রিয়তা পায়। ১৯৪ একর সরকারি জমিতে গড়ে তোলা ডিসি পার্ক। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
মেলা ছাড়াও এই পার্কে প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন। জেলা প্রশাসনের পর্যটক বাসেও যাত্রীদের নিয়ে আসা হয় পার্কটিতে। এবারের আয়োজনে ফুল দিয়ে দেখা গেল বিভিন্ন অস্থায়ী ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, কোথাও ময়ূরসদৃশ, কোথাও প্রজাপতি, প্রবেশপথের তোরণগুলো ফুলের টব দিয়ে সাজানো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত বন্দর-ফৌজদারহাট টোল রোড। সারি সারি ঝাউগাছ আর অসংখ্য ছোট–বড় জলাশয়ের পাশ দিয়ে যাওয়া সড়কটি যুক্ত হয়েছে মেরিন ড্রাইভের সঙ্গে। ফৌজদারহাট থেকে এ টোল রোড ধরে কিছুদূর গেলেই ডিসি পার্ক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সুযোগ মিলবে ফুলের শোভা উপভোগের। প্রবেশ ফি রাখা হচ্ছে জনপ্রতি ৫০ টাকা।
উৎসবকে আরও সমৃদ্ধ করতে সেখানে থাকছে হস্তশিল্প, ঐতিহ্যবাহী পিঠাসহ নানা ধরনের খাবারের প্রদর্শনী ও আয়োজন। এ ছাড়া মঞ্চে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
ছবি: নাদিয়া ইসলাম