হলিডে ইনে শনিবারের ব্রাঞ্চ ব্লিস
শেয়ার করুন
ফলো করুন

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার সব সময় চেষ্টা করে অতিথিদের ব্যতিক্রমী ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে। তাই এবার সকালের নাশতা ও দুপুরের খাবারের উপকরণগুলোর চমৎকার মিশলে শুরু করেছে এই ব্রাঞ্চ ব্লিস আয়োজন। এখানে ফিউশনধর্মী লোভনীয় সব খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা।

সকালের খানিকটা পর, কিন্তু দুপুরের আগেই যেহেতু ব্রাঞ্চের সময়। তাই স্বাদের ক্ষেত্রে মসলাদার ও মিষ্টি খাবার—দুটিরই চাহিদা থাকে। ব্রাঞ্চ ব্লিসে রাখা হয়েছে ক্ল্যাসিক ব্রেকফাস্ট আইটেম ও একটু ভারী কন্টিনেন্টাল খাবার। ওয়াফল, প্যানকেকসহ থাকবে প্যান-এশিয়ান নানা পদ। আরও থাকছে মঙ্গোলিয়ান বিফ, মাটন কাবাবসহ মুখরোচক সব পদও। ব্রাঞ্চ বুফের এগ স্টেশনে থাকছে এগস বেনেডিক্ট, শাকশুকা ও এগ ওমলেট। থাকছে চিজ প্লেটার, ক্রোসা, ডোনাটস ও ফ্রেঞ্চ পেস্ট্রি অনবদ্য সংগ্রহ।

বিজ্ঞাপন

শুধু খাবার নয়, ব্রাঞ্চ ব্লিসের আরেকটি বিশেষ আকর্ষণ হলো বিনোদনে আয়োজন। বড়দের আরামের জন্য আছে স্টিম ও সনা। আর বাচ্চাদের জন্য আলাদা কিড জোন। যেখানে থাকবে স্লাইড, রকিং হর্স ও পেইন্টিং জোন। পুরো পরিবারের একসঙ্গে সিনেমা দেখার ব্যবস্থাও আছে এই আয়োজনে।

পুলসাইডে থাকবে মকটেল কর্নার। দুটি ভিন্ন স্বাদের মকটেল উপভোগ করতে পারবেন অতিথিরা। তা ছাড়া সুইমিং পুলেও ‘ওয়াটার ফাইট’ ও টিউবের সুব্যবস্থা থাকবে। পুলসাইডে আরও একটি বিশেষ আয়োজন হিসেবে থাকবে লাইভ মিউজিক। বলার অপেক্ষা রাখে না, পরিবার নিয়ে আনন্দময় শনিবার কাটানোর সব ব্যবস্থাই থাকছে শনিবারের এই আয়োজনে।  

বিজ্ঞাপন

জনপ্রতি মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে শনিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপভোগ করা যাবে এই ব্রাঞ্চ ব্লিস। ১২ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো ফি লাগবে না। নির্বাচিত কিছু ব্যাংক কার্ড থেকে পাবেন ‘একটির সঙ্গে আরেকটি ফ্রি’ অফারও। এ ছাড়া যেকোনো সৌভাগ্যবান অতিথি হিসেবে সুযোগ থাকবে নোভো এয়ারের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকিট জিতে নেওয়ার।

ছবি: সংগৃহীত

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২: ০৯
বিজ্ঞাপন