হাল ফ্যাশন ডেস্ক
ফ্যাশনিস্তা জিজি হাদিদ সম্প্রতি উপস্থিত হয়েছিলেন উইমেনস ওয়্যার ডেইলি অনার্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। সেখানে আবারও এই ফ্যাশন কুইনকে দেখা গেল চোখধাঁধানো লুকে। নীল রঙের ভেলভেট প্যান্টস্যুটে তিনি হয়ে উঠেছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ।
জিজির ভেলভেট প্যান্টস্যুট ডিজাইন করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগার। ডাবল ব্রেস্টেড ব্লেওড়া প্যান্টের সঙ্গে জিজি পরেছেন সাদা হাইনেক শার্ট।
সাদা শার্টের সঙ্গে মিলিয়ে তাঁর পায়ে ছিল লেদারের পয়েন্টেড টো হিলস।
জিজিকে আরও গ্ল্যামারাস করেছে গলায় পরা সাদা হীরার ঝলমলে নেকপিস। এ ছাড়া চকলেট মিনি ম্যাডিসন ব্যাগও ছিল পোশাকের সঙ্গে একেবারে মানানসই।
এমন পোশাকের সঙ্গে এই সুপারমডেলের সাজ ছিল মিনিমাল। খোলা চুলে করেছেন ক্যাজুয়াল বিচওয়েব। আর ব্রোঞ্জি মেকআপ ও বাদামি ম্যাট লিপস্টিক বাড়িয়েছে তাঁর সৌন্দর্যের জেল্লা।
অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগারের হাতে পুরস্কার তুলে দেন জিজি হাদিদ।