ডিওরের নতুন মুখ বিটিএস আইকন জিমিন
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বিটিএসের নাম জানে না এমন মানুষ কমই আছে। দক্ষিণ কোরিয়ার সাত সদস্যের এই  ব্র্যান্ড দলের একজন জিমিন; যাঁর পুরো নাম পার্ক জিমিন। গান ও নাচের অসাধারণ দক্ষতা দিয়ে বিশ্বব্যাপী কে-পপ উন্মাদনায় ভাসাচ্ছেন ২৭ বছরের এই তারকা।

সম্প্রতি তিনি বিলাসবহুল ফরাসি ফ্যাশন হাউস ডিওরের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার সোশ্যাল নেটওয়ার্কে বিটিএস গায়কের স্পোর্টি লুকের ছবি প্রকাশ পাওয়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। এই সিরিজের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার কিম জোনস। জিমিনের সঙ্গে ডিওরের সম্পর্ক শুরু হয়েছিল যখন কিম জোনস বিটিএস ‘লাভ ইয়োরসেলফ: স্পিক ইয়োরসেলফ ওয়ার্ল্ড ট্যুর’-এর জন্য পোশাক তৈরি করেছিলেন।

বিজ্ঞাপন

সোমবার সোশ্যাল মিডিয়ায় জিমিনের সঙ্গে অংশীদারত্বের কথা ঘোষণা করে ফ্যাশন হাউস ডিওর জানায়, জিমিনের সঙ্গে ডিওরের এই চুক্তি সুন্দর বন্ধন সৃষ্টি করবে। সেই সঙ্গে কিম জোনসের সঙ্গেও সম্পর্ক অব্যাহত থাকবে। কারণ, তিনি এর আগেও কে-পপ ব্যান্ডের জন্য মঞ্চের পোশাক তৈরি করেছেন।’

ডিওরের ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, ডিওরের সামার ২০২৩ কালেকশনের একটি সিরিজের পোশাক পরা ফ্রেমবন্দী হয়েছেন জিমিন।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৪: ৫১
বিজ্ঞাপন