শার্লট টিলবুরির নতুন মুখ বেলা হাদিদ
শেয়ার করুন
ফলো করুন

শার্লট টিলবুরি ব্র্যান্ডের বয়স মাত্র দশ বছর। এ অল্প সময়ে জয় করে নিয়েছে লাখো সৌন্দর্যপ্রেমীর মন। এ মুহূর্তে শার্লট টিলবুরি সৌন্দর্যশিল্পের সবচেয়ে বড় ও জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডগুলোর একটি। এ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শার্লট টিলবুরিকে অনেকেই মেকআপের দেবী বলেন। সেলিব্রিটি থেকে সাধারণ সৌন্দর্যপ্রেমী—সবাই এ দেবীর তৈরি অসাধারণ সব প্রোডাক্টের ভক্ত।

অনেক জনপ্রিয় সেলিব্রিটি এ ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। এর মধ্যে আছেন কেট মস, লিলি জেমস ও জর্ডান ডান। এখন এ তালিকায় যোগ হচ্ছে বর্তমান সময়ের সুপারমডেল বেলা হাদিদের নাম।

বিজ্ঞাপন

সম্প্রতি বেলা তাঁর ইনস্টাগ্রামের একটি পোস্টে সেই খবর প্রকাশ করেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে তাঁর উচ্ছ্বাস ভাগ করে নিয়ে বলেন, ‘এখন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি অনেক আগে থেকে তাদের মেকআপ সম্পর্কে জানতাম। আমার ব্যাগে সব সময় শার্লট টিলবুরির ফ্ললেস ফিল্টার ও চিট লিপ লাইনার থাকে। মহাবিশ্ব চেয়েছিল আমরা একসঙ্গে থাকি এবং দেখুন আমরা এখন কোথায় আছি!’  

শার্লট টিলবুরি এক বিবৃতিতে বলেছেন, ‘বেলা হাদিদ আধুনিক দিনের বিউটি আইকন এবং একজন সত্যিকারের সৃজনশীল সহযোগী। তাঁর সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।’

শিগগিরই বেলা হাদিদকে বিভিন্ন প্রচারণার পাশাপাশি সামাজিক অনুষ্ঠান ও রেড কার্পেটে শার্লট টিলবুরি ব্র্যান্ড তুলে ধরতে দেখা যাবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৭: ১৬
বিজ্ঞাপন