ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যদের একত্রিত করে একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা রিজেন্সি প্রাঙ্গণে এটি আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও বলা হয়, ২০১২ সালে চালু হওয়া ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব দেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী লয়াল্টি প্রোগ্রামে পরিণত হয়েছে, যা এর সদস্যদের দারুণ সব সুবিধা প্রদান করে। পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল সেই নিষ্ঠাবান ও কঠোর পরিশ্রমী কর্মচারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যারা বছরের পর বছর ধরে প্রোগ্রামের সাফল্যে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন।
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে বেস্ট বুফে অব দা সিটি। হোটেলটির বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে খাবারের এই আয়োজন করা হয়েছে। বুফেতে থাকছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খাবারের আয়োজন। হোটেলটির পক্ষ থেকে জানান হয়, লাইভ স্টেশন, এপেটাইজার কর্নার থেকে শুরু করে হেলদি অপশন পাওয়া যাবে এই আয়োজনে। যেমন সালাদ, ভিন্নধর্মী স্যুপ ইত্যাদি।
এ ছাড়াও অফিসের সহকর্মীদের সঙ্গে লাঞ্চ বা ডিনার, বিজনেস লাঞ্চ বা ডিনার হোক অথবা কাছের মানুষদের সঙ্গে কিংবা পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য এই আয়োজন - বাজেটের মধ্যে লাঞ্চ খুঁজলে রেন বুফে লাঞ্চ হতে পারে আপনার পছন্দের জায়গা।