টেইলর সুইফটকে সন্তান উপহার দেওয়ার বিব্রতকর খায়েশ জানালেন ইলন মাস্ক
শেয়ার করুন
ফলো করুন

নারীর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে খুব সুনাম নেই টেক মোগল ইলন মাস্কের। তবে এবার বেশ বিব্রতকর কথা বলে ফেলেছেন তিনি।

বিজ্ঞাপন

তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি নানা সময় সমর্থন দিয়ে আসছেন সবসময়ই। নিজেরাও লড়েন নির্বাচনে অনেকেই তাঁরা। সম্প্রতি বিশ্ববাসীর নজর রয়েছে মার্কিন নির্বাচনের দিকে। কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের দ্বৈরথ জমে উঠেছে। ট্রাম্প তাঁর স্বভাবসুলভ আজেবাজে মন্তব্য করতে ছাড়ছেন না 'দ্য লেডি অব কালার', অশ্বেতাঙ্গ নারী প্রার্থী কমলাকে নিয়ে। ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন এই নির্বাচনে। প্রায়ই তিনি এ সংক্রান্ত টুইট করছেন নিজের প্ল্যাটফর্ম এক্স-এ।

তবে ট্রাম্পের পাড় সমর্থক টেক মোগল ইলন মাস্ক মনে হয় এদিক থেকে অসংলগ্ন কথাবার্তার জন্য বিখ্যাত ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন। আলোচিত ও ঐতিহ্যবাহী প্রেসিডেনশিয়াল ইলেকশন ডিবেট বা বিতর্কের পর কমলার প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন পপ রাজকন্যা টেইলর সুইফট। আর সেই পোস্টের পরে টেইলরকে বিদ্রুপাত্মক কথা বলতে গিয়ে রীতিমতো বিব্রতকর মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন মাস্ক।

বিজ্ঞাপন

একবার ২০২১ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেছিলেন, 'ডেমোক্র্যাট নারীরা আসলে বেশিরভাগ নিঃসন্তান, বিড়ালের মা'। চাইল্ডলেস ক্যাটলেডি নাম দিয়েছেন তিনি তাঁদের। কট্টর ডানপন্থী রিপাব্লিকান ট্রাম্পের রানিং মেট এমনই তো হবেন, ভেবেছেন সবাই এই কথা শুনে।

টেইলর সুইফট কমলাকে সমর্থন করে বিস্তারিত ইন্সটাগ্রাম পোস্টের পর বিড়াল নিয়ে নিজের ছবি দিয়ে ভ্যান্সের কথার জবাবে বলেছেন, তিনি সেই চাইল্ডলেস ক্যাটলেডি, যিনি ডেমোক্র্যাটদের সঙ্গে আছেন। আর এর পরেই নিজের প্ল্যাটফর্ম এক্স-এ ইলন মাস্ক করে বসলেন এক অদ্ভুত বিব্রতকর মন্তব্য।

তিনি বলেন, 'আচ্ছা, টেইলর তুমি জিতে গেছ। আমি তোমাকে সন্তান উপহার দেব আর জান দিয়ে তোমার বিড়ালগুলোকে দেখে রাখব'।

সবাই বলছেন, মাস্কের এই মন্তব্য খুবই আপত্তিকর। টেইলর সুইফট শুধু এ সময়ের সবচেয়ে বড় পপ তারকাই নন৷ কোভিডের পর ক্রনিক মন্দায় ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে ধনাত্মক জোয়ার এনে দেওয়া, সুইফটিদের কাফেলায় বিশ্বের সকল বর্ণ, ধর্ম ও জাতির মানুষকে এক করার মতো কৃতিত্ব রয়েছে তরুণ তারকা টেইলর সুইফটের।

টেইলর সুইফট এখন বিশ্বের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অগ্রগণ্য
টেইলর সুইফট এখন বিশ্বের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অগ্রগণ্য
উইকিমিডিয়া কমন্স

তাঁর জনপ্রিয়তা মাপতে হলে নতুন সূচক তৈরি করতে হবে। আর সেই টেইলর সুইফটকে অবলীলায় এত ব্যক্তিগত বিষয়ে এভাবে বলাটা একদম পছন্দ হয়নি কারও। এর মাধ্যমে ইলন মাস্ক নিজের চেয়েও যেন নেমে গেলেন, বলছেন নেটিজেনরা। উল্লেখ্য, একাধিক নারী সঙ্গীর সঙ্গে ইলন মাস্কের এক ডজন সন্তান আছে। শুক্রাণু ডোনেশন নিয়েও তাঁর বেশ আগ্রহ। একবার জানা গিয়েছিল, মঙ্গলগ্রহে বসতি স্থাপন করতে নিজের স্পার্ম ডোনেট করতে চেয়েছিলেন ইলন মাস্ক।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

হিরো ইমেজ: উইকিমিডিয়া কমন্স

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৫৭
বিজ্ঞাপন