চুক্তিতে স্বাক্ষর করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম এবং ব্লুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, বিওটি সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান। বিইউএফটির ভাইস চ্যান্সেলর এস এম মাহফুজুর রহমান।
ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ ও বিইউএফটি ভবিষ্যতে একসঙ্গে ফ্যাশন শো, ইন্টার্নশিপ, বিভিন্ন সেমিনার আয়োজন, ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন ট্রেন্ড নিয়ে গবেষণা বিষয়ে কাজ করবে।
উদ্ভাবনী গবেষণা প্রচার করতে এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করতে সক্ষম করবে সমঝোতা স্মারকটি। এ ছাড়াও জামদানি ও ঐতিহ্যবাহী কাপড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এবং বাজার কৌশলের ধরন নিয়ে আলোচনা হয়েছে উপস্থিত ব্যক্তিদের মধ্যে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.blucheez.fashion।
ছবি: ব্লুচিজ আউটফিটারস