শাড়ি আর পেটিকোট থেকেও হতে পারে ক্যানসার, জেনে নিন কারা আছেন ঝুঁকিতে
শেয়ার করুন
ফলো করুন

শাড়ি। এটি যেন শুধু একটি পোশাক নয়। ১২ হাত বা ৬ গজ দৈর্ঘ্যের এই লম্বা কাপড় আমাদের আবেগ, ভালোবাসা ও স্মৃতির গল্পগুলো বহন করে নিয়ে চলেছে বংশপরম্পরায়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শাড়ি পরতে ভালোবাসেন না, এমন নারীর দেখা মেলা ভার! ‘শাড়ি’ আর ‘নারী’ যেমন একে অপরের পরিপূরক, ঠিক তেমন পরিচিতিতেও। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে, এই ঐতিহ্যবাহী পোশাক নারীর পরিচয় বহন করে চলে।

শাড়ি পরতে ভালোবাসেন না, এমন নারীর দেখা মেলা ভার
শাড়ি পরতে ভালোবাসেন না, এমন নারীর দেখা মেলা ভার

শাড়ির আবার নানা ধরন আছে। অঞ্চলভেদে শাড়ির বিচিত্র সব নকশা, তন্তু, বয়নপদ্ধতি অনুসারে সেই অঞ্চলও কালের বিবর্তনে হয়ে ওঠে বিখ্যাত। সুতরাং, শাড়ি শুধু নারীর পরিচয় নয়, ভৌগোলিক অবস্থার পরিচিতি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখে। ঢাকার নাম যেমন লোকে একডাকে চেনে ঢাকাই জামদানি শুনলেই। তেমন বেনারসের আছে বেনারসি শাড়ি, আসামে আছে মেখলা চাদর, সম্বলপুরের সম্বলপুরী শাড়ি, শান্তিনিকেতনের কাঁথা স্টিচ শাড়ি। তালিকা করতে শুরু করলে সেসব শাড়ির নাম ছাড়িয়ে যাবে খাতার পাতা!

বিজ্ঞাপন

শাড়ির বিশদ বিবরণ তো দেওয়া হলো। তবে আপনি কি জানেন, শাড়ি পরার এই যে ধরন, তা নারীদের শরীরে ডেকে আনতে পারে মারণরোগ ক্যানসার? পার্শ্ববর্তী দেশ ভারতের একদল ডাক্তার তাঁদের সাম্প্রতিক কালের গবেষণায় এই তথ্য জানিয়েছেন। শাড়ি নয়, বরং শাড়ি পরার বিশেষ ধরন বা স্টাইলের সঙ্গে সম্পর্কিত নয় এই রোগের কারণ বরং একটি বিশেষ অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে আছে ক্যানসারের পূর্বাভাস। শাড়ির ড্রেপিং যে ঢঙেই হোক না কেন, শাড়ি পরার আগেও একটি পোশাকের স্তর থাকে, যার নাম পেটিকোট। পেটিকোট পরা হয় যাতে এটি শাড়িটিকে ধরে রাখতে সাহায্য করে। শাড়িটি যদি স্বচ্ছ কাপড়ে তৈরি হয়, তবে এই স্তর বিশেষ কাজে লাগে।

পেটিকোট বাঁধতে হয় বেশ শক্ত করে, সে থেকেই হয় বিপত্তি
পেটিকোট বাঁধতে হয় বেশ শক্ত করে, সে থেকেই হয় বিপত্তি

তবে পেটিকোট বাঁধতে হয় বেশ শক্ত করে। পেটিকোটের ফিতায় ত্বকে দাগ হয়ে ফুলে গেছে, এই দৃশ্যের সঙ্গে নারীরা বেশ পরিচিত। এ তো স্বাভাবিক, ভেবে আমলেই নেন না অনেকে। তবে গুণীজনেরা বলছেন ভিন্ন কথা। বলছেন এ নিয়ে প্রয়োজন বিশেষ সতর্কতা। পেটিকোটের ফিতা শক্ত করে বাঁধার ফলে ত্বকে নিয়মিত হচ্ছে ঘর্ষণ। আর অতিরিক্দীত ঠেসে বাঁধার ফলে রক্ত চলাচল ব্যহত হচ্ছে। এতে প্রাথমিক পর্যায়ে ডার্মাটোসিস আর তারপরে অনিরাময়যোগ্য মার্জোলিন আলসার বা ঘা হয়ে যাচ্ছে এই কোমরে পেটিকোটের ফিতা বাঁধার জায়গায়। একদিনে নয়, বরং বছরের পর বছর এমন হলে ত্বকে বাসা বাঁধতে পারে স্কিন ক্যানসার। ভারতীয় যেসব নারী প্রতিদিন শাড়ি পরেন, তাঁদের উদ্দেশে চালানো হয়েছিল এ গবেষণা। আর এখানে উঠে আসে এই তথ্য।

বিজ্ঞাপন

আবার শাড়ির কুঁচিও আপনাকে ফেলতে পারে বিপত্তিতে। কুঁচির ভারে তলপেটে পড়তে পারে চাপ। অ্যাবডোমিনাল এরিয়ার সৃষ্ট এই চাপ বছর পর বছর থাকলে সে থেকেও কোষের অস্বাভাবিক বৃদ্ধি ক্যানসারের দিয়ে ঠেলে দিতে পারে কাউকে।

গবেষণা বলছে শাড়ি আর পেটিকোত হতে পারে ক্যানসারের কারণ
গবেষণা বলছে শাড়ি আর পেটিকোত হতে পারে ক্যানসারের কারণ

শাড়ি নারীর ভীষণ আপন একটি পোশাক। এর সঙ্গে জড়িত আছে নানা স্মৃতি, নানা কথা, যাত্রার গল্প। তাই শাড়ি পরতে তো চান সবাই। তবে আবেগের বশবর্তী হয়ে নিজের মৃত্যুর কারণ ডেকে আনাটা কারোরই কাম্য নয়। তাই পছন্দের পোশাক শাড়ি পরাতে হতে হবে সতর্ক। ত্বকের যত্ন নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর অতিরিক্ত টাইট করে বা কষে পেটিকোট বাঁধা যাবে না। কিছুটা লাওগা করেই বাঁধতে হবে। নয়তও হতে পারে ক্যানসারের মতো বিপত্তি।

তথ্য: দ্য বেটার ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৫: ১৭
বিজ্ঞাপন