নারী উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামে ‘উদ্যোক্তা ১০১’: রেজিস্ট্রেশন চলছে দ্বিতীয় ব্যাচে
শেয়ার করুন
ফলো করুন

দেশের নারীদের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন উদ্যোগ। অনেকেই পরিবার সামলে, সীমিত সুযোগের মধ্যে থেকেও সাহসিকতা ও সৃজনশীলতা নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজেদের স্বপ্ন পূরণের পথে। তবে উদ্যোক্তাদের যাত্রাটা সহজ নয়—বেশির ভাগই শিখছেন হোঁচট খেয়ে, অভিজ্ঞতা থেকে। সেই চ্যালেঞ্জগুলোকে সহজ ও কাঠামোবদ্ধভাবে মোকাবিলার জন্যই ব্র্যাক ব্যাংক চালু করেছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’।
বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই দীর্ঘমেয়াদি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে। চট্টগ্রামে এ কার্যক্রম বাস্তবায়ন করছে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি। বর্তমানে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচের রেজিস্ট্রেশন, যা চলবে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞাপন

‘উদ্যোক্তা ১০১’ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের জন্য রয়েছে ব্যবসা বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, কর ও আইনগত বিষয়াবলি, অ্যাকাউন্টিং, মেন্টাল হেলথ ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সেশন। এ ছাড়া আছে ব্যবসা পরিদর্শন, দিনব্যাপী লিডারশিপ ও ওয়েলবিয়িং ওয়ার্কশপ এবং ‘পিচ’ করার কৌশল নিয়ে মাস্টার ক্লাস। কোর্স শেষে অনুষ্ঠিত হবে দুদিনের উদ্যোক্তা মেলা।
‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্নকারী তানি’স বাংলাদেশের উদ্যোক্তা তানিয়া নাজনীন বলেন, ‘এই কোর্সে একজন উদ্যোক্তার বিজনেস করতে যা জানা প্রয়োজন তার সবকিছু টপিকের একদম বেসিক থেকে শেখানো হয়, একজন নারী উদ্যোক্তার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্সে বিজনেস প্ল্যান জমা দিতে হয়েছে। এই বিজনেস প্ল্যান নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। নারী উদ্যোক্তাদের “উদ্যোক্তা ১০১” কোর্সে অংশ নেওয়া উচিত; কারণ, অনেক নারী উদ্যোক্তাকে দেখা যায় ১ লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করে নিজেকে লাখপতি ভাবতে থাকেন, কিন্তু তিনি জানেন না ১ লাখ টাকায় তাঁর কত টাকা প্রফিট; কারণ, সেই হিসাবটাই তাঁর জানা নেই।’

বিজ্ঞাপন

প্রথম ব্যাচের মেন্টর মুনির হাসান বলেন, ‘প্রথম ব্যাচে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। অংশগ্রহণকারীদের সংখ্যা দেখে মনে হয়েছে এই সুন্দর আয়োজনের সুফল নিতে পারছেন না চট্টগ্রামের নারী উদ্যোক্তারা। এবার যেন সেই ভুল না হয়, সে জন্য চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

চট্টগ্রামে ‘উদ্যোক্তা ১০১’কোর্সের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির জামালখান ক্যাম্পাসে।

রেজিস্ট্রেশন লিংক docs.google.com/forms/d/e/1FAIpQLSeHAt7BHwEHqIt22vHOzcKVZtflFQIsstJizlwEVTGyUWA7Rw/viewform  

বিস্তারিত জানতে

bracbank.com/uddokta_101/university/chittagong-independent-university

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১: ২০
বিজ্ঞাপন