বৈশাখী উপহার
শেয়ার করুন
ফলো করুন

ডাক্কা স্যুভেনির

স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত কোনো সামগ্রীকে আমরা স্যুভেনির বলে থাকি। কোথাও গেলে সেখানকার স্মৃতিস্মারক হিসেবে ঐতিহ্যবাহী কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসি। উপহার হিসেবেও স্যুভেনির দুর্দান্ত। আর এমন সব সুন্দর স্যুভেনির নিয়ে কাজ করছে ‘ডাক্কা স্যুভেনির’। ছোট ছোট পণ্যসামগ্রীর মাধ্যমে তারা ফুটিয়ে তুলছে দেশীয় ঐতিহ্যকে। পয়লা বৈশাখ উপলক্ষে ব্র্যান্ডটি বেশ কিছু উপহারসামগ্রী নিয়ে এসেছে।

পাখি মোটিফের ছবির ফ্রেম, তাতে লেখা ‘শুভ নববর্ষ’। রয়েছে নববর্ষের প্রতীক নিয়ে বেশ কিছু শোপিস। তালপাতার পাখা, ঢোল ও চরকা মোটিফের শোপিস, পাখি, রঙিন কুলা, মুখোশ, টেপাপুতুল, হাতে আঁকা রংবেরঙের বোতল ও চশমা, ফ্রিজ ম্যাগনেট, ঘড়ি, কলমদানি—এসবই রয়েছে তাদের সংগ্রহে। সব কটি স্যুভেনিরেই রয়েছে আপামর বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশাখের ছোঁয়া।

বিজ্ঞাপন

ত্রিনিত্রি

বর্ষবরণের সাজে গয়না থাকবে না, তা কী করে হয়? অনলাইন ব্র্যান্ড ত্রিনিত্রির গয়নাগুলোয় রয়েছে বৈশাখী ছোঁয়া। চাইলে নিজের বা প্রিয়জনের জন্য উপহার হিসেবে নেওয়া যেতে পারে।

গয়নাগুলো ছিমছাম, একদম সরল ধাঁচের। কাঠের বেইজের ওপর হ্যান্ডপেইন্টেড গয়নাগুলো বেশ সুন্দর। প্রতিটিই রঙিন। কুলা, প্যাঁচা, মাছ, আলপনা, নকশি কাঁথা আবার কোনোটায় রয়েছে যামিনী রায়ের আঁকা ছবি। কুর্তি হোক বা শাড়ি—মানিয়ে যায় সবকিছুর সঙ্গেই।

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০: ৩৬
বিজ্ঞাপন