কালোয় রণবীর, গোলাপিতে দীপিকা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

অদ্ভুত পোশাকের জন্য পরিচিত রণবীর সিং। অন্যদিকে দীপিকা পাড়ুকোন মানেই স্টাইলিশ ফ্যাশন। তাই ‘দীপবীর’ যখন এক হোন, ভক্তরা অপেক্ষায় থাকেন আলাদা কিছু দেখার। সেই অপেক্ষা শেষে রণবীর সিংয়ের সার্কাস সিনেমায় ‘কারেন্ট লাগা’ গানে একসঙ্গে এসেছেন দুজন। আর গানের উদ্বোধনী অনুষ্ঠানে কালো ও গোলাপি পোশাকে দারুণ লেগেছে এই জুটিকে।

বার্বিকোরের ট্রেন্ড মেনে দীপিকা পরেছিলেন সিল্ক-সাটিন প্যান্টস্যুট। ওভার সাইজ ব্লেজার ও ওয়াড লেগ স্টেইট ফিটিং প্যান্টের সঙ্গে মিলিয়ে দীপিকা পরে ছিলেন বডিকন ব্রালেট। মনোক্রম ফ্যাশন ধারা ধরে রেখে তিনি পরেছিলেন হট পিংক পাম্প হিল। এ ছাড়া উঁচু পনিটেল দীপিকার সাজে যোগ করে আরও ভিন্নতা।

বিজ্ঞাপন

অন্যদিকে রণবীর পরেন একেবারেই কালো পোশাক। কালো বডিফিটিং টি–শার্ট, প্যান্ট, সানগ্লাস ও স্টাইলিশ ক্যাপে রণবীর সিং ছিলেন অনবদ্য। তবে কালোর বিপরীতে তাঁর পায়ে দেখা গেছে সাদা স্নিকার্স।

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৭: ৫২
বিজ্ঞাপন