নভেম্বরজুড়ে জামদানিতে ছাড়
শেয়ার করুন
ফলো করুন

জামদানি পরার বিশেষ কোনো সময় না থাকলেও জামদানিতে ছাড় দিতে নভেম্বরকে বেছে নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরস। আয়োজনের নাম জামদানি নভেম্বর। তাঁদের নিজস্ব কারিগরদের হাতে তৈরি নির্দিষ্ট কিছু জামদানিতে মাসজুড়ে থাকবে ১০ শতাংশ ছাড়।

প্রতিবছরের মতো এ বছরও ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই আয়োজন। ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরসের বনানী ও ধানমন্ডি দুটি শাখাতে প্রায় ৫০টি শাড়িতে দেওয়া হয়েছে ছাড়। যেগুলো ১০০ ও ৮০ কাউন্ট সুতায় বোনা শাড়ি।

বিজ্ঞাপন

ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরসের তরফ থেকে জানানো হয় জামদানি বুননের সুতা প্রথমে ডাই করে নেওয়া হয় বলে এই শাড়িগুলো রং খুব বেশি চটদার নয়; বরং খুব বেশি প্রাকৃতিক।

শাড়িগুলোর জমিন, আঁচল ও পাড়ে সাবুদানা জাল, নিম ফুলের তেসরি, সাবুদানা তেসরি, বাঘ নলি, বেতম ছফা, গোটা ফুল, নিমপাতা জাল, চাল ছিটা, বিলাই পারা ফুল, হসপাতা তেসরি, ইছি, কলকা, ছিটা জালের মতো আরও অনেক ধরনের জামদানি মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে।

সাদা, গোলাপি, মেরুন, ইন্ডিগো, জলপাই, হালকা কমলা, ঘিয়ে, কালো, বাদামি রঙের জামদানিতে মাসজুড়ে পাওয়া যাবে ছাড়।

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৯: ০২
বিজ্ঞাপন