ভক্তদের ধারণা টেইলর সুইফটের রেপুটেশন অ্যালবামের রিলঞ্চিং হচ্ছে চলতি মাসেই
শেয়ার করুন
ফলো করুন

টেইলর সুইফটের ‘রেপুটেশন’ অ্যালবামটি প্রথম বাজারে আসে ২০১৭ সালের ১৩ নভেম্বর। এই অ্যালবামটি পুনরায় রেকর্ড করে অ্যালবাম আকারে রিলিজ করার পরিকল্পনা নেওয়া হয় ২০২৩ সালের অক্টোবরে। এটা ছিল পুনরায় রেকর্ড করা টেইলর সুইফটের পঞ্চম অ্যালবাম।

পুনরায় রেকর্ডের কাজ শেষ হলেও বিপত্তি বাঁধে অ্যালবামটির রিলিজের তারিখ নিয়ে। বেশ কয়েকবার পেছানোর পর ‘রেপুটেশন (টেইলর ভার্সন)’-এর সর্বশেষ রিলিজ তারিখ দেওয়া হয়েছে এ বছরের ১৩ নভেম্বর। তাতেই চটেছেন টেইলর সুইফটের কিছু ভক্ত।

বিজ্ঞাপন

ভক্তদের দাবি চলতি মাসের ১৮ তারিখেই রিলিজ হবে রেপুটেশন (টেইলর ভার্সন)। এর পেছনে বেশ কিছু যুক্তিও দিয়েছে তারা। যেমন পপ টিংজ ম্যাগাজিনের অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় পপ তারকা জো জোনাস ও শন মেন্ডেস তাদের একক অ্যালবামের রিলিজ তারিখ পরিবর্তন করেছেন। কারণ একই সময়ে টেইলর সুইফটের রেপুটেশন (টেইলর ভার্সন) রিলিজ করা হবে।

জো জোনাস ও শন মেন্ডেসের অ্যালবাম রিলিসের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৮ অক্টোবর। আবার একই দিনে মিয়ামিতে টেইলর সুইফটের লাইভ পারফর্ম করার কথা আছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৪: ২১
বিজ্ঞাপন