জাপানের জাতীয় ফলসহ বৃক্ষমেলায় পাবেন যেসব দুর্লভ ও ব্যতিক্রমী গাছ
শেয়ার করুন
ফলো করুন

প্রতিবছরের মতই এবছরেও আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে বসেছে মাসব্যাপী  বৃক্ষ ও পরিবেশ মেলা। নগরীর সবুজ ও বাগানপ্রেমী মানুষের আগমনে বিশাল এই মাঠ এখন কোলাহলপূর্ণ। এছাড়াও দেশের অন্যান্য জেলা থেকেও মানুষ এসেছেন এই বৃক্ষমেলা দেখতে আর গাছ কিনতে।
বৃক্ষমেলায় প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ, এমন কিছু গাছ যা সচরাচর নার্সারিগুলোতে দেখতে পাওয়া যায় না। এবারেও তার ব্যতিক্রম হয়নি, বিভিন্ন স্টলে দেখা যাচ্ছে দুর্লভ ও ব্যতিক্রমী কিছু গাছ।

১. আমাজন লিলি

বরাবরের মতই মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান, যাকে আমরা বোটানিক্যাল গার্ডেন বলেই চিনি এবং ভালোবাসি, নিয়ে এসেছে দুর্লভ কিছু গাছ। এই স্টলে কোন গাছ বিক্রি হয় না, শুধুমাত্র সংগ্রহের দুর্লভ গাছগুলোকে দেখানোই উদ্দেশ্য থাকে। প্রতিবছরেই এই স্টলের স্টার হিসেবে থাকে ভিক্টোরিয়া আমাজনিকা, অথবা আমাজন লিলি। দক্ষিন আমেরিকার ব্রাজিলের আমাজন অঞ্চলের এই গাছ বাংলাদেশে পাওয়া যায়না, শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জায়গায় এর সংগ্রহ রয়েছে, যার মধ্যে বোটানিক্যাল গার্ডেন একটি।

জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে আছে আমাজন লিলি
জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে আছে আমাজন লিলি

থালার মত ছড়ানো বিশাল পাতাই এর বিশেষত্ব, বলা হয় এর একটি পরিণত পাতায় ভেসে থাকতে পারবে পাঁচ বছরের শিশু। লিলি বা শাপলা গোত্রের হলেও এর পাতা ও ডাঁটি কাঁটায় ভর্তি, শাপলা গোত্রের ফুলের মধ্যে সবচেয়ে বড় পাতার অধিকারী এই জাত। দুর্লভ এই গাছটি দেখতে চাইলে বৃক্ষমেলায় ঘুরে আসতে ভুলবেন না।

বিজ্ঞাপন

২. রাম্বুটান

রাম্বুটান বর্তমানে বাংলাদেশে বেশ পরিচিত একটি ফল। অনেকে একে দাড়িওয়ালা লিচু, লোমওয়ালা লিচু, বিদেশি লিচু ইত্যাদি বলে থাকেন। অনেকটা লিচুর মত হলেও লিচুর চাইতে বেশি মিষ্টি, আকারে বড় ও রসালো হয়ে থাকে রাম্বুটান। ফলটি প্রায়ই বাজারে পাওয়া গেলেও গাছ এখনো অতটা সহজলভ্য নয়, পরিচিত নার্সারিতে মিলবে না সহজে। তাই সংগ্রহে অভিনব এই ফলটি রাখতে চাইলে চলে যেতে পারেন জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলায়।

রাম্বুটান বর্তমানে বাংলাদেশে বেশ পরিচিত একটি ফল। এই গাছ আছে বৃক্ষমেলায়
রাম্বুটান বর্তমানে বাংলাদেশে বেশ পরিচিত একটি ফল। এই গাছ আছে বৃক্ষমেলায়
রাম্বুটানের মতই আরেক বিদেশি ফল অ্যভোকাডোর গাছ পাবেন এখানে
রাম্বুটানের মতই আরেক বিদেশি ফল অ্যভোকাডোর গাছ পাবেন এখানে

৩. অ্যাভোকাডো

রাম্বুটানের মতই আরেক বিদেশি ফল অ্যভোকাডো। বাইরের দেশে এই ফলটির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে এর দেখা পাওয়া যায় না সহজে, সুপারশপেই মূলত এটিকে বেশি দেখা যায়। গত দুইবছরের সেরা স্টল পুরষ্কারপ্রাপ্ত ফয়সাল নার্সারি এবার মেলায় নিয়ে এসেছে অ্যাভোকাডোর গাছ। নিজের ছাদবাগান অথবা বাড়ির বাগানকে সমৃদ্ধ করতে চাইলে মেলায় গিয়ে ঢুঁ মারতে পারেন এই গাছটির খোঁজে।

বিজ্ঞাপন

৪. পার্সিমন

আমরা ছোটবেলায় জাপানি কার্টুন ডোরেমন বা শিনচ্যান দেখার সময় প্রায়ই দেখেছি উজ্জ্বল কমলা রঙের পাকা পার্সিমন। পার্সিমন জাপানের জাতীয় ফল। জাপান, চীন ও কোরিয়ায় এই ফল প্রচুর পরিমাণে চাষ করা হয়। তবে এবারের বৃক্ষমেলায় দেখা পেয়ে যাবেন দূরদেশের সেই গাছের, একদম ফল সহ!

পাকলেই টুকটুকে কমলা রঙের  দেখা মিলবে জাপানের জাতীইয় ফল পার্সিমন গাছে
পাকলেই টুকটুকে কমলা রঙের দেখা মিলবে জাপানের জাতীইয় ফল পার্সিমন গাছে
দুর্লভ লাল কদম পাওয়া যাবে এখানে
দুর্লভ লাল কদম পাওয়া যাবে এখানে

৫. লাল কদম

ডিমের কুসুমের মত সাদা হলুদের মিশেলে সুগন্ধি ফুল কদম আমাদের কাছে প্রায় বর্ষার প্রতীক হয়ে উঠেছে। কদম ছাড়া যেন বৃষ্টিবিলাস ভাবাই যায় না। তবে আপনি কি জানেন, এই সাদা হলুদ কদম ছাড়াও রয়েছে টুকটুকে লাল কদম? যেখানে সেখানে হুটহাট দেখা পাওয়া যায়না এই কদমের। শৌখিন মানুষেরাই একে সংগ্রহে রাখেন। আপনিও যদি নিজের সংগ্রহে রাখতে চান বিচিত্র এই লাল কদম, তাহলে এখনই ঘুরে আসুন জাতীয় বৃক্ষ ও পরিবেশমেলা থেকে।

ছবি: লেখক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৩: ১৮
বিজ্ঞাপন