বিশ্ব সঙ্গীত দিবস: রেনেসন্স হোটেলে জ্যাজ মিউজিকের হিলিং থ্রু হারমনি
শেয়ার করুন
ফলো করুন

কাল ২১ জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। ১৯৮২ সাল থেকে ফান্সের প্যারিসে শুরু হয় বিশ্ব সঙ্গীত দিবসের উদযাপন। এখন বিশ্বের ১২০টিরও বেশি দেশে এবং ৭০০ শহরে এই দিনটি পালিত হয় সংগীত উৎসব ও পারফর্ম্যান্সের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ গুলশানের রেনেসন্স ঢাকা হোটেলে আয়োজিত হয়ে গেলো 'জ্যাজ মিউজিক পারফরমেন্স'।

গবেষণায় দেখা গেছে জ্যাজ মিউজিক মস্তিষ্কে দারুণ প্রভাব ফেলে। এই সঙ্গীত ডোপামিন নিঃসরণ বাড়ায়
গবেষণায় দেখা গেছে জ্যাজ মিউজিক মস্তিষ্কে দারুণ প্রভাব ফেলে। এই সঙ্গীত ডোপামিন নিঃসরণ বাড়ায়

এবছরের বিশ্ব সঙ্গীত দিবসের প্রতিপাদ্য হচ্ছে, 'হিলিং থ্রু হারমোনি' অর্থাৎ সঙ্গীতেই নিরাময়। সারা বিশ্বে মিউজিক থেরাপি খুবই জনপ্রিয় একটি পন্থা। মিউজিক থেরাপি হলো এমন একটি ক্লিনিক্যাল ও বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি, যেখানে গানের সুর ব্যবহার করে কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, আবেগীয় ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটানো হয়। মিউজিক থেরাপি নিয়ে রীতিমতো পড়াশোনা করে থেরাপিস্ট হতে হয়।  পেশাদার মিউজিক থেরাপিস্টরা,রোগীর চাহিদা অনুযায়ী উপযুক্ত গান, রিদম, বাদ্যযন্ত্র বা কণ্ঠ ব্যবহার করে দেয়া হয় থেরাপি। জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বহু দেশে এটি মেডিকেল থেরাপির অংশ হিসেবে স্বীকৃত। গবেষণায় দেখা গেছে জ্যাজ মিউজিক মস্তিষ্কে দারুণ প্রভাব ফেলে। এই সঙ্গীত ডোপামিন নিঃসরণ বাড়ায় যা আনন্দের অনুভূতি সৃষ্টি করে। সৃষ্টিশীল চিন্তা বাড়ায় , অটিজম বা এডি.এইচ.ডি  ADHD (এটেনশন ডেভিসিট হাইপার সেন্সিটিভিটি ডিসঅর্ডার এর ক্ষেত্রে মনোযোগ বাড়াতে সহায়তা করতে পারে।

বিজ্ঞাপন

মিউজিক থেরাপিতে ব্যবহৃত হয় জ্যাজ স্মুথ জ্যাজ, ফ্রি জ্যাজ , সুইং জ্যাজ ও বসা নোভা স্টাইলের জ্যাজ। আরো থাকে স্যাক্সোফোন, ট্রাম্পেট, পিয়ানো , ড্রামস ও বেস ও ডাবল বেস। এদিনের বিশেষ আয়োজনে সঙ্গীতশিল্পীদেরকে দেখা গেলো এসব বাদ্যযন্ত্রের সুরে মুগ্ধ করতে। বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত জিবিসি ক্যাফেতে অনুষ্ঠিত হয় জ্যাজ এন্ড মিট এন্ড গ্রিট শিরোনামে প্রথম পর্ব। সত্তর ও আশির দশকের ক্ল্যাসিক রোমান্টিক গান ও বাংলা ক্ল্যাসিকে মুগ্ধ হচ্ছিলেন উপস্থিত অতিথিরা। রেনেসন্সের লাউঞ্জ ক্যাফেতে অনুষ্ঠিত হয় আয়োজনটি। কফি ও বিভিন্ন  ধরণের কমপ্লিমেন্টারি ফিঙ্গার ফুড পরিবেশনা করা হচ্ছিলো আমন্ত্রিত অতিথিদের জন্য।

অতিথিদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা
অতিথিদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা
ফটো বুথে ছিলেন মডেল পিয়া জান্নাতুল
ফটো বুথে ছিলেন মডেল পিয়া জান্নাতুল

বিশ্ব সঙ্গীত দিবসের বিশেষ ফটোবুথে ছিলো মডেল পিয়া জান্নাতুলের সঙ্গে ছবি তোলার ব্যবস্থা। সন্ধ্যা ৭:৩০ থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আয়োজন হয় 'সিয়ার' রেস্টুরেন্টে। হোটেলের এক্সিকিউটিভ শেফের তৈরি বিশেষ কিউরেটেড মেনু পরিবেশিত হয় এই পর্বে। অতিথিরা উপভোগ করেন জ্যাজ গানের মন ভালো করা ও রুচিশীল খাবারের এক অনন্য সম্মিলন। সঙ্গীত কোনো বিলাসিতা নয়, যাপনেরই একটি অংশ। মন খারাপে কিংবা ভালো লাগার মুহূর্তে, যখন কেউ পাশে থাকে না, সঙ্গীতই আপনার বন্ধু। হাল ফ্যাশনের পাঠকদের বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২: ৫৬
বিজ্ঞাপন