২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশ্বরঙ-এর আয়োজনে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী 'শরৎ হাওয়া'
শেয়ার করুন
ফলো করুন

প্রতিকূল এই সময়ে উদ্যোক্তাদের সাহস ও শক্তি জোগাতে বিশ্বরঙের উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হবে দুই দিনের পণ্য প্রদর্শনী 'শরৎ হাওয়া'। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিশ্বরঙের বনশ্রী আউটলেটের বড় অংশ জুড়ে ১৬ জন সৃজনশীল উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসবেন। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত

দুদিনের এই আয়োজনে অংশগ্রহণ করছে রোদসী, পরিণীতা ফ্যাশন, ফ্লেয়ার, সাজো বাই সানজানা, তাস হ্যাঙ্গার, আমি আমরা, নান্দনিক কালেকশন, আকৃতা'স ক্রিয়েশন, মম ফানুস, যোহরা'স ভ্যানিটি, দ্য সলি, ক্রাফট ওয়ার্কস, এনএন বুটিক, ডোনাস হিউ, মিতার গল্প ও আরু নামের ১৬টি অনলাইনভিত্তিক লাইফস্টাইল ও ফ্যাশন উদ্যোগ।

বিজ্ঞাপন

এই আয়োজনে নবীন অনলাইনভিত্তিক উদ্যোক্তারা সুযোগ পাবেন নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার। প্রদর্শনীতে তারা থাকবেন হ্যান্ডলুম, ন্যাচারাল ডাই, ব্লক, স্ক্রিন ও ডিজিটাল প্রিন্ট, হাতের কাজের পোশাক এবং ঐতিহ্যবাহী জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ি নিয়ে। সঙ্গে থাকবে গয়না ও ঘর সাজানোর পণ্যও।

উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ ও ডিজাইনার বিপ্লব সাহা
উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ ও ডিজাইনার বিপ্লব সাহা

'শরৎ হাওয়া' শিরোনামের এই প্রদর্শনীর উদ্ভোদনীতে টিভি ও চলচ্চিত্র অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, রোজী সিদ্দিকি; পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডএর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট রূপ বিশেষোজ্ঞ কানিজ আলমাস খান; চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী,  হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম, জ্যেষ্ঠ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান থাকছেন। আর সেই সঙ্গে পুরো আয়োজনের মধ্যমণি হয়ে থাকবেন ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। আয়োজনের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন দেশের সুপরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম। আর এই আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল হাল ফ্যাশন।

ছবি: বিশ্ব রঙ

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৩
বিজ্ঞাপন