এ উদ্যোগের আওতায় চৌমুহনী নরত্তনপুর, মাইজদী একলাশপুর, দৌলতপুর সেনবাগ, কাবিলপুর সেনবাগ এবং মহিপাল, ফেনী সদর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগটি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞার অংশ। টুয়েলভ ক্লোথিংয়ের পক্ষ থেকে জানানো হয় যে, তাদের এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টুয়েলভ ক্লথিংয়ের সিস্টার কনসার্ন টিম ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান টুয়েলভের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুয়েলভের বিশাল ক্রেতা গোষ্ঠীর টুয়েলভ থেকে ক্রয়ের একটি অংশ এবারের বন্যার্তদের জন্য এই মেডিকেল ক্যাম্পে বরাদ্দ করা হয়েছে।
এ উদ্যোগ স্থানীয় বন্যাকবলিত জনসাধারণের মাঝেও টুয়েলভের এই উদ্যোগ ব্যাপক আকারে প্রশংসিত হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন তারা।