
স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবরকে সামনে রেখে স্তন ক্যানসারের দাতব্য সংস্থা তিশক্যান 'পিংক কার্নিভ্যাল' শিরোনামে আয়োজন করেছে একটি কার্নিভ্যাল। ১৯ ও ২০ সেপ্টেম্বর গুলশান ২-এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর বাড়ির ছাদে চলে এই কার্নিভ্যাল। গোলাপি থিমে সেজে উঠেছিল পুরো মেলা। পোশাক, ফ্যাশন অনুষঙ্গ ও খাবারের পসরায় সেজে উঠেছিল এই আয়োজন। ছবির গল্পে দেখে নেওয়া যাক পিংক কার্নিভ্যালের পুরো আয়োজন।










