গোলাপি থিমে তিশক্যানের পিংক কার্নিভ্যাল
শেয়ার করুন
ফলো করুন

স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবরকে সামনে রেখে স্তন ক্যানসারের দাতব্য সংস্থা তিশক্যান 'পিংক কার্নিভ্যাল' শিরোনামে আয়োজন করেছে একটি কার্নিভ্যাল। ১৯ ও ২০ সেপ্টেম্বর গুলশান ২-এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর বাড়ির ছাদে চলে এই কার্নিভ্যাল। গোলাপি থিমে সেজে উঠেছিল পুরো মেলা। পোশাক, ফ্যাশন অনুষঙ্গ ও খাবারের পসরায় সেজে উঠেছিল এই আয়োজন। ছবির গল্পে দেখে নেওয়া যাক পিংক কার্নিভ্যালের পুরো আয়োজন।

১/১১
নুজহাত তারান্নুম তিশনা, নিজেও একজন ব্রেস্ট ক্যানসার সারভাইভার। ২০২২ সালে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সিদ্ধান্ত নেন অন্যান্য সারভাইভারদের সহযোগিতা করার। সেই থেকে তিশনা নামের 'না' শব্দের পরিবর্তে 'ক্যান'  শব্দটা বসিয়ে শুরু করেন দাতব্য  সেবামূলক সংস্থা তিশক্যান।
নুজহাত তারান্নুম তিশনা, নিজেও একজন ব্রেস্ট ক্যানসার সারভাইভার। ২০২২ সালে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সিদ্ধান্ত নেন অন্যান্য সারভাইভারদের সহযোগিতা করার। সেই থেকে তিশনা নামের 'না' শব্দের পরিবর্তে 'ক্যান'  শব্দটা বসিয়ে শুরু করেন দাতব্য  সেবামূলক সংস্থা তিশক্যান।
বিজ্ঞাপন
২/১১
তিশক্যান ২০২৩ সাল থেকে নিয়মিত প্রতি দুই মাস অন্তর প্রিলাভড পণ্যের মেলা করে থাকে। নুজহাত তারান্নুম সকলের কাছে নতুন-পুরোনো অর্থাৎ নিজের প্রয়োজন নেই এমন যে কোনো পণ্য ডোনেশনের আহ্বান করে থাকেন। সেই পণ্যগুলোর সঙ্গে নিজের বুটিক টি'স এর পণ্য নিয়ে করেন মেলার আয়োজন। সেই মেলা থেকে প্রাপ্ত পুরো অর্থটাই ব্যয় করেন ব্রেস্ট ক্যানসার আক্রান্তদের কল্যাণে।  
তিশক্যান ২০২৩ সাল থেকে নিয়মিত প্রতি দুই মাস অন্তর প্রিলাভড পণ্যের মেলা করে থাকে। নুজহাত তারান্নুম সকলের কাছে নতুন-পুরোনো অর্থাৎ নিজের প্রয়োজন নেই এমন যে কোনো পণ্য ডোনেশনের আহ্বান করে থাকেন। সেই পণ্যগুলোর সঙ্গে নিজের বুটিক টি'স এর পণ্য নিয়ে করেন মেলার আয়োজন। সেই মেলা থেকে প্রাপ্ত পুরো অর্থটাই ব্যয় করেন ব্রেস্ট ক্যানসার আক্রান্তদের কল্যাণে।
বিজ্ঞাপন
৩/১১
এবার তিশক্যান প্রথমবারের মতো প্রিলাভড নয়, একদম নতুন পণ্য আহ্বান করেন সকলের কাছে। এই মেলা উপলক্ষে অনেক উদ্যোক্তা, ব্যবসায়ী, হোম বেকার, শিল্পী ও অন্যান্য অনেকে তাদের গোলাপি থিমের বিভিন্ন পণ্য দান করেছেন।
এবার তিশক্যান প্রথমবারের মতো প্রিলাভড নয়, একদম নতুন পণ্য আহ্বান করেন সকলের কাছে। এই মেলা উপলক্ষে অনেক উদ্যোক্তা, ব্যবসায়ী, হোম বেকার, শিল্পী ও অন্যান্য অনেকে তাদের গোলাপি থিমের বিভিন্ন পণ্য দান করেছেন।
৪/১১
স্তন ক্যানসার সচেতনতা ও সহযোগিতার চিহ্ন 'পিংক রিবন' অর্থাৎ গোলাপি ফিতা। তাই তিশক্যান যাই আয়োজন করুক তার শিরোনামে পিংক রাখার চেষ্টা করে।  
স্তন ক্যানসার সচেতনতা ও সহযোগিতার চিহ্ন 'পিংক রিবন' অর্থাৎ গোলাপি ফিতা। তাই তিশক্যান যাই আয়োজন করুক তার শিরোনামে পিংক রাখার চেষ্টা করে।
৫/১১
মেলায় প্রবেশমূখের সামনেই সকল সহযোগীতে কৃতজ্ঞতা জানিয়ে এমন বোর্ড রেখেছে তিশক্যান।
মেলায় প্রবেশমূখের সামনেই সকল সহযোগীতে কৃতজ্ঞতা জানিয়ে এমন বোর্ড রেখেছে তিশক্যান।
৬/১১
মেলার পুরো সাজসজ্জায় দেখা যাচ্ছে গোলাপির প্রাধান্য।  ক্রেতা দর্শনার্থীরাও তিশক্যানের বার্তায় পরে এসেছেন গোলাপি থিমের পোশাক।
মেলার পুরো সাজসজ্জায় দেখা যাচ্ছে গোলাপির প্রাধান্য।  ক্রেতা দর্শনার্থীরাও তিশক্যানের বার্তায় পরে এসেছেন গোলাপি থিমের পোশাক।
৭/১১
গোলাপি পণ্যে প্রাধান্য থাকলেও তারা অন্যান্য রঙের জিনিসও সংগ্রহ করেছেন। ভিন্ন রঙের পণ্যগুলোকে গোলাপি মোড়ক জড়িয়ে ও ফিতায় বেঁধে উপস্থাপন করা হয়েছে এই মেলায়।
গোলাপি পণ্যে প্রাধান্য থাকলেও তারা অন্যান্য রঙের জিনিসও সংগ্রহ করেছেন। ভিন্ন রঙের পণ্যগুলোকে গোলাপি মোড়ক জড়িয়ে ও ফিতায় বেঁধে উপস্থাপন করা হয়েছে এই মেলায়।
৮/১১
তান, গুটিপা , তুরাগ একটিভ-এর মত সুপরিচিত ব্র্যান্ডগুলোর পণ্য চোখে পড়েছে।
তান, গুটিপা , তুরাগ একটিভ-এর মত সুপরিচিত ব্র্যান্ডগুলোর পণ্য চোখে পড়েছে।
৯/১১
নুজহাত তারান্নুমের নিজের উদ্যোগ টি'স-এর পোশাকও আছে এই মেলায়।
নুজহাত তারান্নুমের নিজের উদ্যোগ টি'স-এর পোশাকও আছে এই মেলায়।
১০/১১
কেক ও লেমনেডগুলো তৈরি করেছেন নুজহাত তারান্নুমের স্বজনরা ।
কেক ও লেমনেডগুলো তৈরি করেছেন নুজহাত তারান্নুমের স্বজনরা ।
১১/১১
 এই মেলা থেকে অর্জিত অর্থ পরের সপ্তাহে তিশক্যানের আয়োজিত অ্যাওয়ারনেস ও ওয়েলনেস সেশনে দিয়ে দেওয়া হবে একজন সারভাইভারের হাতে।
এই মেলা থেকে অর্জিত অর্থ পরের সপ্তাহে তিশক্যানের আয়োজিত অ্যাওয়ারনেস ও ওয়েলনেস সেশনে দিয়ে দেওয়া হবে একজন সারভাইভারের হাতে।
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৬
বিজ্ঞাপন