দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অ্যাওয়ার্ডস
শেয়ার করুন
ফলো করুন

ইন্টেরিয়র ডিজাইনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB) দেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে ও তাঁদের জন্য গড়া একটি সংঘ। ২০১৯ সালে আইড্যাবের যাত্রা শুরু হয়। আইড্যাব অনেক দিনের স্বপ্নকে সার্থক করতে এ বছরের নভেম্বরে আয়োজন করবে আইড্যাব এক্সেলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড–২০২৪।

শুভেচ্ছা বক্তব্য দিয়ে সম্মেলন শুরু করেন সংস্থাটির সদস্যসচিব সৈয়দ কামরুল আহসান। এ অনুষ্ঠানে দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠান অংশ নিতে পারবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক শফিউল ইসলাম। তিনি এই অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিকল্পনা উপস্থিত সাংবাদিক, আমন্ত্রিত বিভিন্ন করপোরেট হাউসের প্রতিনিধি, সম্ভাব্য স্পনসর ও ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

শফিউল ইসলাম বলেন, ‘১৯৮০ সালের পর থেকে এলোমেলোভাবে এই পেশা এগিয়েছে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সঙ্গে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনার আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে সৃজনশীলতা বজায় রেখে ভালো মানের কাজ করে যাচ্ছেন। তবে কাজের কোনো স্বীকৃতি পাচ্ছেন না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাঁদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এখানে রেসিডেন্স (বসতবাড়ি), কর্মাশিয়াল (সরকারি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান), হসপিটালিটি (হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট), রিটেইল (বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড শপ), প্রোডাক্ট ( বিভিন্ন প্রতিষ্ঠান বা শপে ব্যবহৃত আসবাব) ইন্টেরিয়র ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান—এই ছয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত জানার জন্য www.idabaward.com ওয়েবসাইটে ভিজিট করলে সব তথ্য পাওয়া যাবেন। অংশ নেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এ ক্ষেত্রে ওয়েবসাইটে ফরম পূরণ করে জমা দিতে হবে। প্রজেক্টে কোনো রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যকে লালন, পরিবেশগত মূল্যবোধ ও রঙের গুণগত ব্যবহারকে বিচারের মানদণ্ড হিসেবে রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে এখানে কোনো ফি ছাড়াই যেকোনো পেশাগত বাংলাদেশি ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি বা সরকারি লাইসেন্সধারী প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শফিউল ইসলাম। তিনি জানান, বিজয়ী প্রজেক্টগুলো বাংলাদেশের পক্ষে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। এ ছাড়া অনুষ্ঠানটির সব রকমের তথ্য ফেসবুক www.facebook.com/idabaward পেজের মাধ্যমেও পাওয়া যাবে।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১৩: ২১
বিজ্ঞাপন