বারুণী ও ত্রিনয়নী মেলা শুরু ২৭ সেপ্টেম্বর
শেয়ার করুন
ফলো করুন

শরৎ ও পূজাকে কেন্দ্র করে বারুণী ও ত্রিনয়নী আয়োজন করেছে দেশীয় পণ্যের মেলা। নাম দেওয়া হয়েছে শারদীয় মেলা। প্রতিবছর প্রতিটি উৎসবেই বারুণী ও ত্রিনয়নী তাদের উদ্যোগে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায়  ২৭ ও ২৮ সেপ্টেম্বর  ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে তারা শারদীয় মেলার আয়োজন করেছে।

মেলায় অংশগ্রহণকারী বেশির ভাগ উদ্যোক্তাই নারী। তবে কিছু পুরুষ উদ্যোক্তাও অংশ নেবেন। এই মেলায় অনলাইনভিত্তিক উদ্যোক্তারাই বেশি অংশ নিয়ে থাকেন। যাঁরা মূলত দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতেই এ আয়োজন।

বিজ্ঞাপন

মাইডাস সেন্টারের ১২ তলায় দুপাশ মিলিয়ে বসবে মোট ৬৪টি স্টল। এর মধ্যে খাবারদাবারের স্টল থাকবে ৭টি। জামদানি, মণিপুরি, টাঙ্গাইলের মতো নানা রকমের দেশীয় শাড়ি, জামদানি কাজ করা জুতা, থ্রি–পিস, টু–পিস, ওয়ান–পিস, কুর্তি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, বিভিন্ন ধরনের গয়না, ব্যাগ, নান্দনিক হোমডেকোর ছাড়াও এ আয়োজনে থাকবে সুস্বাদু ও মুখরোচক হাতে তৈরি খাবার।

উদ্যোক্তাদের মধ্যে কৈশরী, হৈম, শক্তি, ত্রিনয়নী ফ্যাশন, হরীতকী, হডক, জায়া, পল্লীসাজ বাংলাদেশ, বাহা, শ্রীবসন, টেষ্টি কুকারি, স্বপ্ন’স ফুড কর্নার ছাড়া আরো অনেক স্টলের আসর বসবে মেলায়। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এর আয়োজক হিসেবে রয়েছে সঞ্জীব গোপ ও পূর্ণিমা প্রভা। তাঁরা আশা করেন, বারুণী ও ত্রিনয়নী আরও বেশি বেশি দেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করতে পারবে।

ছবি: বারুণী ও ত্রিনয়নীর সৌজন্যে

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১১
বিজ্ঞাপন