বছরের শুরুতেই ঢাকার হ্যাপেনিং প্লেস আলোকিতে উৎসবমুখর লাইফস্টাইল এক্সিবিশন আড্ডা চলে ২০২৫ কে ঘিরে জমে উঠেছে জম্পেশ আড্ডা। আর গতকাল ১০ জানুয়ারি সকাল থেকেই চলছে এখানে জমজমাট কেনাকাটা।
আড্ডা চলে-র চতুর্থবারের এই আয়োজনে পোশাক, অনুষঙ্গ ও খাবারের পসরা সাজিয়ে বসেছে ২৪টি উদ্যোগ। তেজগাঁও গুলশান লিংক সড়কে অবস্থিত আলোকির গ্রীন হাউজে জমে উঠেছে দুদিনের এই আয়োজন। আজ ১১ জানুয়ারি এ আয়োজনের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব।
পোশাক নিয়ে আড্ডা চলেতে আছে ঈহা, রংধনু ক্রিয়েশন, ওয়্যারহাউস, শাড়িকথন, দ্য ম্যালাকাইট ক্যাসকেট, সীমন্তিনী, অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ, ওল্ড স্কুল আর্ট রুম, আইজা, অরাম বাংলাদেশ, দয়িতাকথন ও বেনে বৌ।
পাওয়া যাচ্ছে নান্দনিক নকশার শাড়ি, থ্রি পিস, কোঅর্ডসহ বৈচিত্র্যময় সব পোশাক। রেজিন, পিতল, ব্রাস, বিডসহ আকর্ষণীয় সব গয়না নিয়ে থাকছে বক্স অব অর্নামেন্টস, লিটল ক্রিয়েশনস বাই আফরিন, কারখানা ও সুহা জুয়েলারি।
শাড়ির প্রধান অনুষঙ্গ ব্লাউজ নিয়ে আছে ফ্যাশন উদ্যোগ অনন্যা । বিভিন্ন প্রাকৃতিক ও ধাতব উপাদান মিলিয়ে নকশা করা টিপ পসরা দেখা গেল আর্টোপলিস-এ।
মজার সব কমিকসের সম্ভার নিয়ে আড্ডা চলেতে আছে ঢাকা কমিকস। তিনবন্ধুর উদ্যোগ সো-নো-মি থাকছে অথেনটিক বিউটি ও লাইফস্টাইল পণ্য নিয়ে।
হাতে তৈরি গয়না, গয়নার বাক্স, কাঠের ঘর সাজানোর সামগ্রী, বোর্ড গেম যেমন লুডু, দাবা, মনোপলি, পাজল নিয়ে এই আয়োজনে আছে আরুনিকা।
এর মাঝে বিবিধ এর হোম ডেকোর ও ফার্নিচার নজর কাড়ছে। এত আয়োজন আর আড্ডায় দর্শনার্থী ও ক্রেতাদের ক্লান্তি দূর করতে কফি ও স্ন্যাকস নিয়ে থাকবে কফি ট্র্যাপ।
মাঝে বেশ আয়েশ করে আড্ডা র আয়োজন আছে। সামনে পাতা আছে লুডুর বোর্ড। এদিকে লাইভ ক্যারিকেচার নিয়ে বেশ মজা হচ্ছে প্রবেশমুখে। অনেকেই নিজের কার্টুন রূপ দেখতে ভীড় জমাচ্ছেন এখানে।
আড্ডা চলে-র আয়োজক মৌরী নাজনীন বলেন, করোনার পর আমরা আড্ডা চলে শুরু করি। মহামারি চলাকালীন সব যেমন থমকে ছিল, তেমনি বন্ধুদের সঙ্গে আড্ডাটাও মিসিং ছিল। সহ উদ্যোক্তাদের সঙ্গে কথা হচ্ছিল না, তাদের কাজগুলো দেখতে পাচ্ছিলাম না। ক্রেতাদের সঙ্গে অফলাইন যোগাযোগ হচ্ছিল না। সেই স্থবিরতা কাটাতেই আয়োজন করা হয়েছিল আড্ডা চলে। এবারের আয়োজনে সকলের এত সাড়া দেখে উচ্ছসিত তিনি।
আয়োজনের আরেকজন আয়োজক শাহনাজ শিমুল বলেন, 'প্রদর্শনীতে পণ্য কেনাকাটা করতে হবে এটা মুখ্য বিষয় নয়। বরং ক্রেতারা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবে, পণ্য সামনাসামনি দেখবে, সহউদ্যোক্তারা একে অন্যের কাজ দেখবে এটাই আড্ডা চলে র মূল ধারণা'। আর সেদিক থেকে এবারের আয়োজনটি সার্থক মনে হচ্ছে, বলেন তিনি।
প্রাণবন্ত এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন৷