ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এই উৎসবে হোটেলটি তার অন্যতম জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে অতিথিদের জন্য ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করেছে বুফে ডিনারের। যেখানে থাকছে ডাইন থ্রি অ্যাট প্রাইস অব ওয়ান; অর্থাৎ একসঙ্গে তিনজন এই বুফে উপভোগ করতে পারবেন একজনের মূল্যে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৬৬ টাকা।
এ ছাড়া স্পা সার্ভিস, কফি লাউঞ্জে ও রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ আলা-কার্ট মেনুতে থাকছে ১৬ শতাংশ ছাড় এবং জিম মেম্বারসিপে থাকছে ৫০ শতাংশ ছাড়।
এ ছাড়া শহরের সবচেয়ে জনপ্রিয় ও সুসজ্জিত রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে অতিথিদের জন্য থাকছে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরে স্পেশাল বারবিকিউ সেলিব্রেশন ডিনার, সঙ্গে খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় মিউজিক উপভোগ করার জমজমাট আয়োজন তো আছেই।
আরও থাকছে র্যাফল ড্রসহ নানা আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপভোগ করা যাবে এই আয়োজন।
ছবি: ঢাকা রিজেন্সি