ঢাকা রিজেন্সি তার অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার, বুফে ব্রেকফাস্টসহ খুবই রিল্যাক্সিং ডাইন অ্যান্ড স্টে প্যাকেজ ১৩ হাজার ৫৫৫ টাকায়। কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৯ হাজার ৫৫৫ টাকায়; রুম-বুফে ব্রেকফাস্টসহ। বসন্ত ঋতুটি ছুটি কাটানোর জন্য বেশ উপযোগী।
তাই এ সময় ঢাকা রিজেন্সি তার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে তাদের রুফটপে অবস্থিত পুলসাইড রেস্টুরেন্টে, যেখানে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার আকর্ষণীয় অফার, গরম কফি বা ফ্রেশ জুসসহ মাত্র ১ হাজার ৯৯৯ টাকা এবং কাপলদের জন্য ২ হাজার ৯৯৯ টাকা।
ঢাকা রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে সিলেক্টেড পার্টনারদের সিলেক্টেড কার্ডহোল্ডারের জন্য একটি বুফের মূল্যে দুটি বুফে উপভোগ করার সুযোগ, ৪ হাজার ৯৯৯ টাকায়।
এ ছাড়া যাঁরা বারবিকিউ বা সি-ফুড ভালোবাসেন, তাঁদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে ‘বারবিকিউ ফিয়েস্তা’; সঙ্গে স্পা সার্ভিসে দিচ্ছে ২০ ও জিমে ৩০ শতাংশ ছাড়।
ছবি: ঢাকা রিজেন্সি