ঢাকা রিজেন্সির বসন্ত আয়োজন ‘কালার’স অব স্প্রিং’
শেয়ার করুন
ফলো করুন

ঢাকা রিজেন্সি তার অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার, বুফে ব্রেকফাস্টসহ খুবই রিল্যাক্সিং ডাইন অ্যান্ড স্টে প্যাকেজ ১৩ হাজার ৫৫৫ টাকায়। কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৯ হাজার ৫৫৫ টাকায়; রুম-বুফে ব্রেকফাস্টসহ। বসন্ত ঋতুটি ছুটি কাটানোর জন্য বেশ উপযোগী।

তাই এ সময় ঢাকা রিজেন্সি তার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে তাদের রুফটপে অবস্থিত পুলসাইড রেস্টুরেন্টে, যেখানে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার আকর্ষণীয় অফার, গরম কফি বা ফ্রেশ জুসসহ মাত্র ১ হাজার ৯৯৯ টাকা এবং কাপলদের জন্য ২ হাজার ৯৯৯ টাকা।

বিজ্ঞাপন

ঢাকা রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে সিলেক্টেড পার্টনারদের সিলেক্টেড কার্ডহোল্ডারের জন্য একটি বুফের মূল্যে দুটি বুফে উপভোগ করার সুযোগ, ৪ হাজার ৯৯৯ টাকায়।

এ ছাড়া যাঁরা বারবিকিউ বা সি-ফুড ভালোবাসেন, তাঁদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে ‘বারবিকিউ ফিয়েস্তা’; সঙ্গে স্পা সার্ভিসে দিচ্ছে ২০ ও জিমে ৩০ শতাংশ ছাড়।

ছবি: ঢাকা রিজেন্সি

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৩৮
বিজ্ঞাপন