
প্রিয়জনদের সঙ্গে ভালো খাবার আর আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে স্মরণীয় আয়োজন।

শহরের অন্যতম মনোরম রুফটপ ডাইনিং স্পট গ্রিল অন দা স্কাইলাইন-এ থাকছে বিশেষ বার-বি-কিউ ডিনার প্ল্যাটার। খোলা আকাশ, শহরের আলো আর উৎসবের উষ্ণতায় সাজানো এই আয়োজনটি বন্ধু ও পরিবারের সঙ্গে উপভোগ করার জন্য আদর্শ।
চারজনের জন্য মুখরোচক বার-বি-কিউ ডিনার প্লেটার মিলবে ৯,৯৯৯ টাকায়। যেখানে স্বাদ আর পরিবেশ, দুটোরই ছোঁয়া থাকবে আলাদা করে মনে রাখার মতো।

যারা ইনডোরে আরামদায়ক ও আভিজাত্যপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করতে চান, তাদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্বনামধন্য গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট। এখানে চারজনের জন্য বিশেষ “ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি” বুফে ডিনার মিলবে ১১,১১১ টাকায়।
আন্তর্জাতিক ও ফেস্টিভ ফ্লেভারের সমন্বয়ে সাজানো এই বুফেতে প্রতিটি ডিশেই থাকবে নিখুঁত প্রস্তুতি ও স্বাদের ভারসাম্য—যা ক্রিসমাসের রাতকে করে তুলবে আরও পরিপূর্ণ।

ক্রিসমাসের আনন্দ এখানেই শেষ নয়। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ইতিমধ্যেই প্রস্তুত করছে নিউ ইয়ার ইভ উপলক্ষে আরও জমকালো আয়োজন ও আকর্ষণীয় অফার, যা নতুন বছরের শুরুটাকে করে তুলবে আরও রঙিন ও স্মরণীয়।
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট