মা-আমাদের জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। সবচেয়ে নির্ভরতার আশ্রয়। বিশের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মায়েদের প্রতি বাড়তি ভালোবাসা এবং যত্নের মধ্য দিয়ে “মা দিবস” উদ্যাপন করা হয়। এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে দেশের নানা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এনেছে দারুণ কিছু অফার ও ক্যাম্পেইন। চলুন দেখে নিই, এ বছর মা দিবসে কী কী চমক থাকছে—
মা দিবসে বিকাশ আয়োজন করেছে “মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট” ক্যাম্পেইন, যেখানে গ্রাহকেরা পেতে পারেন সুপারস্টার মেহজাবীনের সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারের এক্সক্লুসিভ সুযোগ! অংশগ্রহণ করতে গ্রাহককে ন্যূনতম ৫০০ টাকা যেকোনো অনলাইন বা পছন্দের স্টোরে বিকাশ পেমেন্ট করতে হবে।“Moments with Maa” সাইটে গিয়ে নাম, বিকাশ নম্বর, এবং মায়ের সঙ্গে কাটানো একটি প্রিয় মুহূর্তের ছবি ও গল্প আপলোড করতে হবে। পাঠানো গল্প ও ছবির ভিত্তিতে মেহজাবীন নিজে বাছাই করবেন সেরা ২০ জন বিজয়ীকে। অফার চলবে ১১ মে ২০২৫ পর্যন্ত।
আড়ং এনেছে এক দারুণ ক্যাম্পেইন #RecreateWithMom ক্যাম্পেইন এ আপনার মায়ের সঙ্গে তোলা শৈশবের একটি ছবি বা ভিডিও নতুন করে তৈরি করুন এবং হ্যাশট্যাগ #RecreateWithMom সহ সোশ্যাল মিডিয়া পোস্ট করুন। পোস্টে প্রাপ্ত রিঅ্যাকশন এবং সামগ্রিক এনগেজমেন্টের ওপর ভিত্তি করে ৩ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ৫০ হাজার, ২৫ হাজার এবং ১০ হাজার টাকার আড়ং গিফট ভাউচার।
ক্যাম্পেইনের শেষ সময়: ১১ মে ২০২৫।
মা দিবস উদ্যাপনে ডেজার্ট, ফুল ও পারসোনাল কেয়ার আইটেম, চকলেট এবং কার্ডসহ গিফট আইটেমে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ক্যাম্পেইনের অংশ হিসেবে, নির্দিষ্ট কিছু রেস্টুরেন্টে জনপ্রিয় ডেজার্ট ও বেকারি আইটেমে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় থাকবে।
এছাড়াও, প্যান্ডামার্ট ও পার্টনার শপ থেকে কেনাকাটায় ফুল, চকলেট, শুভেচ্ছা কার্ড ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টসহ গিফট ও গ্রোসারি আইটেমে গ্রাহকরা উপভোগ করবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ইবিএল উইমেন ব্যাংকিংয়ের প্ল্যাটিনাম ও সিগনেচার ক্রেডিট কার্ডধারীরা ৬৯৯ টাকা বা তার অধিক টাকার অর্ডারে ফুড পিক-আপ ও ডেলিভারিতে উপভোগ করবেন ১২০ টাকা ছাড়।
মা দিবসে ওয়েস্টিন দিচ্ছে ডেইলি ট্রিটস এ কেকের ওপর ২০% ছাড়। তাছারাও ওয়েস্টিন স্পা ও বিউটি সেলুনে পাবেন ২০% ছাড়।
মা দিবসের সিক্রেট রেসিপি থেকে কেক প্রি-অর্ডার করলে পাওয়া যাবে একটি কমপ্লিমেন্টারি চিকেন স্টেক মিল ও গিফট ভাউচার - সম্পূর্ণ মায়ের জন্য!
মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ‘বিশ্বরঙ’ এবং ‘বিশ্বরঙ’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘শ্রদ্ধা’য় রয়েছে মায়ের জন্য কেনা কাটায় ২০ শতাংশ মূল্য ছাড়।
এ ছাড়া অন্যান্য ব্র্যান্ড ও ফেসবুক পেজভিত্তিক শপগুলোও মায়েদের জন্য দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় অফার। এই অফারগুলো শুধুমাত্র একটি দিনে সীমাবদ্ধ হলেও, এর পেছনের ভালোবাসা থাকে চিরন্তন। তাই এই মা দিবসে মাকে দিন আপনার সময়, ভালোবাসা, আর একটি বিশেষ অভিজ্ঞতা—এই অসাধারণ অফারগুলোর মাধ্যমে।